Crime Incident: সমকামী যৌনতার চেষ্টা! ১৬ বছরের কিশোরের হাতে খুন ৪০ বছরের ব্যক্তি

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Apr 21, 2023 | 12:17 AM

ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সাজিদ খান বিহারের শেখপুরার বাসিন্দা। মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইত সে। সে জন্য বছর দুয়েক আগে বাড়ি ছেড়ে চলে আসে। তবে পুরনো দিল্লি স্টেশনের কাছে সাজিদের আলাপ হয় শম্ভুর সঙ্গে। তার পর এক সঙ্গেই থাকত তারা।

Crime Incident: সমকামী যৌনতার চেষ্টা! ১৬ বছরের কিশোরের হাতে খুন ৪০ বছরের ব্যক্তি
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি: দিল্লির লালকেল্লার কাছে ফুটপাতে সম্প্রতি ৪০ বছরের এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। স্থানীয়দের থেকে খবর পেয়ে দেহ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছিল সেই দেহ। ১৫ এপ্রিল ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। এর পর ঘটনার তদন্তে নামে পুলিশ। সেই তদন্তে নেমে চমকে যায় পুলিশ। জানা যায়, ওই ব্যক্তির সঙ্গেই থাকত ১৬ বছরের এক কিশোর। ওই ব্যক্তি কিশোরের সঙ্গে যৌনতা করতে উদ্যত হয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। সেই সংক্রান্ত ঝামেলার জেরেই ওই কিশোর লোহার রড দিয়ে মেরে ওই ব্যক্তিকে খুন করে বলে জানিয়েছে পুলিশ।

ফুটপাতে দেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ যায় সেখানে। গিয়ে দেখে ওই ব্যক্তির মুখ, মাথা দিয়ে রক্ত ঝরছে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম শম্ভু। তবে তাঁর পরিবারের ব্যাপারে জানতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীর বয়ান অনুসারে, পুলিশ জানতে পারে সাজিদ খান নামের এক কিশোর খুন করেছে শম্ভুকে। এর পর অভিযুক্ত সাজিদকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সাজিদ খান বিহারের শেখপুরার বাসিন্দা। মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইত সে। সে জন্য বছর দুয়েক আগে বাড়ি ছেড়ে চলে আসে। তবে পুরনো দিল্লি স্টেশনের কাছে সাজিদের আলাপ হয় শম্ভুর সঙ্গে। তার পর এক সঙ্গেই থাকত তারা। সাজিদ স্থানীয় একটি দোকানে কাজ করত। গত দুমাস ধরে সাজিদের সঙ্গে শম্ভু যৌনতার চেষ্টা করেন বলে অভিযোগ। যদিও সাজিদ তাতে বাধা দেন। এই ঘটনার আগেও শম্ভু এক কাজ করায় সাজিদ তাঁকে লোহার রডে করে মারেন বলে অভিযোগ। এর জেরেই মৃত্যু হয় ওই ব্যক্তির। পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, সাজিদ দ্বিতীয় শ্রেণি অবধি পড়াশোনা করেছেন। পালিয়ে আসার আগে গ্রামে শ্রমিকের কাজ করত সে।

Next Article