India-Brazil: ট্রাম্পের দাদাগিরিতে অতিষ্ঠ, মোদীর সঙ্গে ১ ঘণ্টা ফোনে কথা ব্রাজিলের প্রেসিডেন্টের, কী প্ল্যান হল?

US Tariff: ব্রাজিলের প্রেসিডেন্ট সাফ জানিয়েছিলেন, ফোন করতে হলে তিনি ট্রাম্পকে নন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে করবেন। যেমন বলা তেমন কাজ। গতকালই তিনি মোদীকে ফোন করেন এবং এক ঘণ্টা কথা বলেন।

India-Brazil: ট্রাম্পের দাদাগিরিতে অতিষ্ঠ, মোদীর সঙ্গে ১ ঘণ্টা ফোনে কথা ব্রাজিলের প্রেসিডেন্টের, কী প্ল্যান হল?
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Aug 08, 2025 | 12:24 PM

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ় ইনাসিও লুলা দা সিলভা। প্রায় এক ঘণ্টা কথা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে। এই আলোচনার মূল বিষয় ছিল ট্রাম্পের জোর করে চাপিয়ে দেওয়া শুল্ক।

এখনও পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যে দেশের উপরে শুল্ক বা ট্যারিফ বসিয়েছেন, তার মধ্যে সর্বোচ্চ ট্য়ারিফ ভারত ও ব্রাজিলের উপরেই। ভারতের উপরে যেমন তাঁর রাগ রাশিয়া থেকে তেল কেনার জন্য, তেমনই আবার ব্রাজিলে স্রেফ পূর্বতন প্রেসিডেন্ট জয়েস বলসেনারোকে ফিরিয়ে আনতে শুল্কের খাঁড়া বসিয়েছেন ট্রাম্প।

এই পরিস্থিতিতেই ব্রাজিলের প্রেসিডেন্ট সাফ জানিয়েছিলেন, ফোন করতে হলে তিনি ট্রাম্পকে নন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে করবেন। যেমন বলা তেমন কাজ। গতকালই তিনি মোদীকে ফোন করেন এবং এক ঘণ্টা কথা বলেন। ব্রিকসের প্রসঙ্গও উঠে আসে তাদের আলোচনায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন যে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে কথা হয়েছে। ব্রিকস সামিটে ব্রাজিল সফরের কথাও উল্লেখ করেছেন তিনি।

প্রসঙ্গত, একদিকে যেমন বাণিজ্যে চড়া শুল্ক নিয়ে ট্রাম্পের আপত্তি, তেমনই ব্রিকস সদস্য দেশগুলি ডলার এড়িয়ে বিকল্প অর্থ ব্যবস্থা তৈরির যে চেষ্টা করছে, তাতেও ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। চিন, রাশিয়া, ভারতের মতো দেশগুলি এই ব্রিকসের সদস্য হওয়ায় ক্ষোভ ট্রাম্পের।