নয়াদিল্লি: কথায় বলে নাচতে না জানলে উঠোন বেঁকা। অবশ্য এক্ষেত্রে ব্যাপারটা একটু উলটো। বরং নাচতে গিয়েই কাল হল। ভেঙেই গেল তরুণের বিয়ে। ঘটনাটি নয়াদিল্লির, যার খবর সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভাইরাল হওয়া সেই পোস্টে একটি খবরের কাগজের ছবি দেখা যাচ্ছে। যেখানে একটি বিজ্ঞাপনের পাশে ছোট করে ছাপা একটি খবরকে হাইলাইট করা রয়েছে।
সেই খবর অনুসারে জানা গিয়েছে বলিউডের আইটেম সং-এ নাচের কারণে নিজের মেয়ের সঙ্গে বিয়েই ভেঙে দেন পিতা। কী ঘটেছিল সেই দিন?
নিজের বন্ধুদের সঙ্গেই হাসি-ঠাট্টা করতে করতে শোভাযাত্রা করে বিয়ে করে যাচ্ছিলেন তরুণ। ‘দিল্লিওয়ালো কা সাদি’ সুতরাং সেখানে ধুমধাম, নাচ-গান তো হবেই। বন্ধুরাও সকলেই নাচতে নাচতে পৌছোন বিয়ে বাড়িতে। সেই সময় বেজে ওঠে ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ গান। বন্ধু-বান্ধব এবং আরও অনেকের অনুরোধে বিয়ে বাড়ির সামনে সেই গানে বন্ধুদের সঙ্গে নাচ করেন পাত্র। আর তাতেই খেপে আগুন হয়ে যায় কনের বাবা।
ওই গানে পাত্রের নাচ দেখে তাঁকে অশালীন বলেই মনে করেন কনের বাবা। ক্ষুব্ধ বাবা তৎক্ষণাৎ বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি জানান, এই আচরণ তাঁদের পারিবারিক সংস্কৃতির সঙ্গে যায় না, তাই এই বিয়ে হওয়াও সম্ভব নয়।
probably the funniest ad placement i’ve seen till date 😂 pic.twitter.com/a189IFuRPP
— Xavier Uncle (@xavierunclelite) January 30, 2025
পাত্রে বার বার অনুরোধ এবং ক্ষমা প্রার্থনা সত্ত্বেও সেই কথায় কর্ণপাত করেননি কনের বাবা। এমনকি নিজের মেয়ের চোখের জল টলাতে পারেনি তাঁর সিদ্ধান্তকে। পাত্র বা তাঁর পরিবারকে, কনে বা তাঁর পরিবারের সঙ্গে সম্পর্ক রাখতেও নিষেধ করেন।
তবে এই খবরের সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়াড় অন্যতম কারণ হল, এই খবরটির পাশে বড় করে ছাপা অ্যামাজন প্রাইমের বিজ্ঞাপন। সেটিতে লেখা ছিল, ‘ফ্রি এন্টারটেনমেন্ট তো সবকো আচ্ছা লগতা হ্যায়’। এর পরেই সমাজমাধ্যমে ওই পোস্টে নেটিজেনরা নানা রকম মন্তব্য করেছেন।