BSF Captures Pak Ranger: পাকিস্তানের হাতে বাংলার জওয়ান, পাক রেঞ্জারকে তুলে নিল BSF
BSF Captures Pak Ranger: সজ্ঞানে সীমানা লঙ্ঘন করে ভারতের দিকে ঢুকে পড়ে সেই পাক রেঞ্জার। কিন্তু সেই কাণ্ড ঘটিয়েও ক্ষান্ত হয় না সে। ভারতীয় সীমান্তরক্ষী ও পুলিশদের দেখে রীতিমতো গালিগালাজ করতে শুরু করে পড়শি দেশের ওই জওয়ান।

জয়পুর: দাঁতের বদলে দাঁত। চোখের বদলে চোখ। পাকিস্তানকে মোক্ষম জবাব ভারতের। এবার লাইনে আসবে শরিফের সেনা। কারণ, BSF-এর হাতে পাকড়াও পাক রেঞ্জার। শনিবার রাজস্থানের ফোর্ট আব্বাসে এই পড়শি দেশের জওয়ানকে তুলে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষীরা।
বিএসএফ সূত্রে খবর, সজ্ঞানে সীমানা লঙ্ঘন করে ভারতের দিকে ঢুকে পড়ে সেই পাক রেঞ্জার। কিন্তু এমন কাণ্ড ঘটিয়েও ক্ষান্ত হয় না সে। ভারতীয় সীমান্তরক্ষী ও পুলিশদের দেখতেই রীতিমতো গালিগালাজ শুরু করে পড়শি দেশের ওই জওয়ান। তখনই তাকে বাগে পেয়ে আটক করে নেন ভারতীয় জওয়ানরা। সীমানা পেরিয়ে আটক হওয়া এই পাকিস্তানি রেঞ্জারের নাম খোয়াজা মীর।
উল্লেখ্য, তাদের জওয়ান ভারতে এসে আটক হতেই হইচই পড়ে যায় পাকিস্তানে। রেঞ্জারকে ছাড়াতে তড়িঘড়ি ছুটে আসে পড়শি দেশ। শনিতেই হয় সীমান্তরক্ষীদের ফ্ল্যাগ মিটিং। সেখানে পাক-জওয়ানকে মুক্তি দেওয়ার দাবি তোলে পাক রেঞ্জার্স। কিন্তু তাতে আমল দেয় না BSF। যার জেরে আপাতত ভারতেই আটকা পড়ে রয়েছে ওই জওয়ান।

ভারতে আটক পাকিস্তানি রেঞ্জার
প্রসঙ্গত, দিন সাতেক আগে একই ভাবে বাংলার জওয়ান পূর্ণম সাউকে আটক করেছে পাকিস্তান। পহেলগাঁও-কাণ্ডে যখন বিষিয়েছে দুই দেশের আবহ, তখনই পড়শি দেশের সীমানায় ভুল বশত ঢুকে পড়ে আটক হয়েছেন পূর্ণম। ফ্ল্যাগ মিটিং হলেও, এখনও তাঁকে ছাড়েনি পাকিস্তান। যা ঘিরে উদ্বেগজনক পরিস্থিতি জওয়ানের বাড়িতে। কেমন আছেন তিনি, কী খাচ্ছেন, চিন্তিত পরিবার। তবে এবার ‘সঠিক পথে’ আসবে পাকিস্তান। কারণ, ভারতের হাতে এসেছে ব্রহ্মাস্ত্র, মত ওয়াকিবহাল মহলের।

