
নয়াদিল্লি: লেগে থাকবে শরীরের সঙ্গে। নজর রাখবে সব দিকে। বাংলাদেশ সীমান্তে শাহের দফতরের থেকে নতুন ‘বন্ধু’ পেতে চলেছে বিএসএফ। কিন্তু কে সেই নতুন ‘বন্ধু’? কোনও অস্ত্র? না তা ঠিক নয়। এই ‘বন্ধু’ আসলে বডি ক্যামেরা।
সাধারণ ভাবে গোটা দিনে বিএসএফ বা নিরাপত্তারক্ষীরা কী করছেন, কাকে গ্রেফতার করছেন, সেই গ্রেফতারি ঠিক না ভুল? এই সব কিছুই রেকর্ড করে থাকে বডি ক্যামেরা। কখনও সাধারণের স্বার্থে, কখনও বা নিরাপত্তারক্ষীদের স্বার্থে কাজ করে এই বডি ক্যামেরা। এবার বাংলাদেশ সীমান্তে মোতায়েন থাকা নিরাপত্তারক্ষীদের জন্য বাড়তি ৫ হাজার বডি ক্য়াম পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক।
বিজিবি কী করছে, কারা অনুপ্রবেশের চেষ্টা করছে, সবই রেকর্ড হবে এই ক্যামেরায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ছোট ব্য়াটারি সম্পন্ন এই বডি ক্যামেরাগুলিতে রয়েছে রাতের অন্ধকারে স্পষ্ট রেকর্ডিংয়ের ক্ষমতা। এমনকি, নিরাপত্তারক্ষীদের পোশাকের সঙ্গেই জুড়ে দেওয়া থাকবে রেকর্ডিং বাটন। যাতে বিপদে পড়লেই তা চালু করে নিতে পারে তারা।
এদিন বেশ কিছু সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিএসএফ-র উচ্চ পদমর্যাদার জওয়ানরা জানিয়েছেন, ‘সাম্প্রতিক সময় বাংলাদেশ সীমান্তে বাড়ন্ত পাচার চক্র, অনুপ্রবেশ, সন্ত্রাসহানা রুখতে বডি ক্যামেরা প্রয়োজনীয় উপাদান। এটা শুধুই যে জওয়ানদের নিরাপত্তাকে সুনিশ্চিত করবে, এমন নয়। পাশাপাশি, আমাদের হাতে সাক্ষ্য প্রমাণও থাকবে। ওপারের বাসিন্দা কিংবা বিজিবি কোনও অভিযোগ তুলতে পারবে না।’ তিনি আরও জানিয়েছেন, ‘সেই পাঁচ হাজার বডি ক্যামেরার মধ্য়ে আড়াই বডি ক্যামেরা চলতি সপ্তাহেই পৌঁছে যাবে সীমান্ত ক্য়াম্পগুলিতে।’