Gujarat: ভূপেন্দ্রর শপথ গ্রহণের আগেই ভারত-পাক সীমান্ত থেকে ৩ পাকিস্তানি মৎস্যজীবীর আটক বিএসএফের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Dec 12, 2022 | 2:34 PM

Gujarat: রাতভর অভিযান চালিয়ে গুজরাটের কচ্ছ জেলায় ভারত-পাক সীমান্ত থেকে তিন পাকিস্তানি মৎস্যজীবীকে আটক করল বিএসএফ। আর আজই মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল।

Gujarat: ভূপেন্দ্রর শপথ গ্রহণের আগেই ভারত-পাক সীমান্ত থেকে ৩ পাকিস্তানি মৎস্যজীবীর আটক বিএসএফের
প্রতীকী ছবি (সৌজন্যে: PTI)

Follow Us

আমেদাবাদ: সোমবার গুজরাটে (Gujarat) মহাসমারোহে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার কথা ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel)। এই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের কারণে গুজরাটের বিভিন্ন এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এই আবহেই আজ গুজরাটের কচ্ছ উপকূলে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে একটি খাঁড়ি এলাকা থেকে তিনজন পাকিস্তানি মৎস্যজীবীকে আটক করল সীমান্তরক্ষী বাহিনী (Border Security Force)। এর পাশাপাশি একট মাছ ধরার নৌকোও তাঁরা বাজেয়াপ্ত করেছে বলে জানিয়েছে বিএসএফ।

বিএসএফের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল রাতভর বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়েছে। এই অভিযানেই সোমবার ভোরের দিকে তিনজন পাকিস্তানি জেলেকে আটক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিএসএফ জানিয়েছে, ‘ভারতীয় ভূখণ্ডের মধ্যে পাকিস্তানি মাছ ধরার নৌকো ও জেলেদের গতিবিধির বিষয়ে খবর পাওয়া যায়। তারপর বিএসএফ-র টহলদারি বাহিনী সঙ্গে সঙ্গে সেই ঘটনাস্থলে যায় এবং নৌকাটি বাজেয়াপ্ত করে।’

জানা গিয়েছে, বিএসএফ আধিকারিকদের দেখে পাকিস্তানের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সেই জেলেরা। কিন্তু সীমান্তরক্ষী বাহিনী কোনওভাবে তাদের পিছু নিয়ে শেষ পর্যন্ত আটক করে। জানা গিয়েছে, পাকিস্তানের জ়িরো পয়েন্টের বাসিন্দারা তারা। তাদের আটক করার পর প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদেই জানা গিয়েছে, তিনজনের মধ্যে এক মৎস্যজীবী ২০১৭ সালেও বিএসএফের হাতে গ্রেফতার হয়েছিল। এক বছরের জন্য ভুজের কারাগারে বন্দিও ছিল সে। তারপর এক বছর পর আট্টারি ওয়াঘা সীমানা থেকে তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। তবে জেলেরা সীমান্তরক্ষী বাহিনীকে জানিয়েছে, তারা মাছ ধরতে ভারতীয় ভূখণ্ডকে ঢুকে পড়েছে। তাদের জীবনধারণের একমাত্র উৎস এটাই। তবে এই জেলেদের থেকে সেরকম সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।

Next Article