BSF: চাষের জমিতে এসব হতে পারে? সীমান্তে টহল দিতে গিয়ে চোখ কপালে BSF-এর

BSF News: সীমান্তরক্ষীরা জানিয়েছে, বৃহস্পতিবার চাষের জমি থেকে ১৫টি মাদকের প্যাকেট উদ্ধার করেছে তারা। দেখতে একেবারে বোমার মতো। আর ভিতরে রয়েছে নেশাদ্রব্য। কিন্তু হঠাৎ করেই এই মাদকের খোঁজ কীভাবে পেল তারা?

BSF: চাষের জমিতে এসব হতে পারে? সীমান্তে টহল দিতে গিয়ে চোখ কপালে BSF-এর
বড় সাফল্য বিএসএফ-রImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Jul 17, 2025 | 2:58 PM

ফুিরোজপুর: চাষের জমিতে এমন জিনিস, সেটাও সম্ভব? বাংলাদেশ নয়, এবার পাকিস্তানের অনিতদূরে ভারতীয় সীমানায় বড় সাফল্য অর্জন করল বিএসএফ। উদ্ধার করল প্যাকেট প্যাকেট মাদক।

ঘটনা ভারতের ফিরোজপুর সীমানার। এই সীমান্ত একেবারে পাকিস্তানের গা ঘেঁষা। বরবারই বাংলাদেশ সীমান্ত থেকে বিএসএফ-র এমন সাফল্যের কথা উঠে এলেও। এবার তা এল সরাসরি পঞ্জাবের ফিরোজপুর সীমান্ত থেকে।

সীমান্তরক্ষীরা জানিয়েছে, বৃহস্পতিবার চাষের জমি থেকে ১৫টি মাদকের প্যাকেট উদ্ধার করেছে তারা। দেখতে একেবারে বোমার মতো। আর ভিতরে রয়েছে নেশাদ্রব্য। কিন্তু হঠাৎ করেই এই মাদকের খোঁজ কীভাবে পেল তারা?

জানা গিয়েছে, সার্চ অপারেশনের কায়দায় টহলদারি দেওয়ার সময়ই এই একাধিক মাদকের প্যাকেট উদ্ধার করে তারা। বিএসএফ সূত্রে খবর, ১৫টি প্যাকেট মিলিয়ে প্রায় ৮ কেজি মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। তবে এর বাজার মূল্য কত হতে পারে, তা জানা যায়নি। তবে এই মাদকদ্রব্যগুলি পাকিস্তান থেকে পাচার হয়েই এ দেশে ঢুকেছে বলে অনুমান একাংশের।

পঞ্জাবে মাদক পাচার, এ যেন চিরাচরিত ঘটনা। সে রাজ্যে রীতিমতো মাদকের চক্র চালায় বেশ কয়েকটি গ্যাং। সাম্প্রতিককালে মাদক আটকাতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে শাসকদল আপের বিরুদ্ধে সুর চড়িয়েছিল বিরোধীরাও। বৃহস্পতির মতোই এক মাস আগে সার্চ অভিযান চালিয়ে অমৃতসরেরই একটি সীমান্তবর্তী গ্রাম থেকে সাত কেজি মাদক উদ্ধার করেছিল বিএসএফ। দেখা গিয়েছিল, সেই মাদক নিয়ে নিজের গন্তব্যের দিকে উড়ে যাচ্ছে ড্রোন। সেটিকেই ধরে ফেলে রক্ষীরা।