PM Narendra Modi: মোদীর হাত ধরেই আরও শক্তি বাড়ছে BSNL-র, এবার ঝড়ের গতিতে ছুটবে ইন্টারনেট!

BSNL Network: 4G স্ট্যাক হল হার্ডওয়্যার এবং সফ্টওয়্যারের এমন এক যুগলবন্দী যার কারণে কলের গুণমানও যেমন বাড়বে, তেমনই নিরবচ্ছিন্ন ডেটা প্রবাহ এবং শক্তিশালী ইন্টারনেট সংযোগও নিশ্চিত করে। BSNL-এর রজতজয়ন্তী উপলক্ষে এবার সেই 'স্বদেশী' 4G স্ট্যাক চালু হয়ে গেল পুরোদমে।

PM Narendra Modi: মোদীর হাত ধরেই আরও শক্তি বাড়ছে BSNL-র, এবার ঝড়ের গতিতে ছুটবে ইন্টারনেট!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: PTI

| Edited By: জয়দীপ দাস

Sep 28, 2025 | 5:55 PM

ওড়িশা: আরও শক্তিশালী হচ্ছে বিএসএনএল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ২৭ সেপ্টেম্বর ভারত সঞ্চার নিগম লিমিটেডের (BSNL) ‘স্বদেশী’ ৪জি স্ট্যাক চালু করেছেন। তাঁর হাত ধরেই রাষ্ট্রায়ত্ত্ব এই টেলিকম অপারেটরের দেশীয় প্রযুক্তি স্ট্যাক দিয়ে তৈরি ৯৭ হাজার ৫০০-র বেশি মোবাইল টাওয়ারও চালু করেছেন। একইসঙ্গে ওড়িশার ঝারসুগুড়ায় ৬০,০০০ কোটি টাকারও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। বিএসএনএলের ৪জি স্ট্যাক চালু করা টেলিযোগাযোগ পরিকাঠামোর জন্য একটি বড় অগ্রগতি। 

4G স্ট্যাক হল হার্ডওয়্যার এবং সফ্টওয়্যারের এমন এক যুগলবন্দী যার কারণে কলের গুণমানও যেমন বাড়বে, তেমনই নিরবচ্ছিন্ন ডেটা প্রবাহ এবং শক্তিশালী ইন্টারনেট সংযোগও নিশ্চিত করে। BSNL-এর রজতজয়ন্তী উপলক্ষে এবার সেই ‘স্বদেশী’ 4G স্ট্যাক চালু হয়ে গেল পুরোদমে। নতুন এই উদ্যোগ নিয়ে খুবই উচ্ছ্বসিত যোগাযোগ বিষয় মন্ত্রক। তাঁরা বলছে, ভারতে তৈরি 4G নেটওয়ার্ক সম্পূর্ণ সফ্টওয়্যার চালিত, ক্লাউড-ভিত্তিক। এমনকি আরও সহজ করে বললে এটা এক্কেবারে ‘ফিউচার রেডি’। ভবিষ্যতের যে কোনও আপগ্রেডের জন্যও এটা প্রস্তুত রয়েছে। চাইলেই নির্বিঘ্নেই এটা ৫জি-তে আপগ্রেড করা যাবে। 

BSNL-এর স্ট্যাকটিতে তেজস নেটওয়ার্ক দ্বারা তৈরি একটি রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক (RAN) রয়েছে। যা তৈরি করেছে C-DOT. হাত রয়েছে TCS এরও। অন্যদিকে যে সমস্ত টাওয়ার নতুন করে চালু করা হয়েছে সেগুলি মূলত ওড়িশা, অন্ধ্র প্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, আসাম, গুজরাট এবং বিহারজুড়ে ছড়িয়ে রয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “এটা গর্বের বিষয় যে বিএসএনএল একটি স্বদেশী ৪জি প্রযুক্তি তৈরি করেছে। সীমান্তবর্তী জেলা এবং প্রত্যন্ত গ্রাম, যেখানে দ্রুতগতির ইন্টারনেটের সমস্যা ছিল তারা এবার অনেকটাই উপকৃত হবেন। বড় উপকার হবে ভারতীয় সেনারও।”