Watch: চোখের নিমেষে ভেঙেচুরে গুঁড়িয়ে গেল বহুতল, দেখুন সেই ভয়ঙ্কর ভিডিয়ো

Watch:চোখের নিমেষে ভেঙেচুরে গুঁড়িয়ে গেল বহুতল। দিল্লির বিজয় পার্কের এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি।

Watch: চোখের নিমেষে ভেঙেচুরে গুঁড়িয়ে গেল বহুতল, দেখুন সেই ভয়ঙ্কর ভিডিয়ো
ছবি সৌজন্যে: টুইটার

| Edited By: অঙ্কিতা পাল

Mar 08, 2023 | 6:55 PM

নয়া দিল্লি: চোখের নিমেষে ভেঙে পড়ে গেল বহুতল আবাসন। দাঁড়িয়ে সেই ঘটনা চাক্ষুষ করলেন বেশ কয়েকজন। চোখের সামনে কী ঘটল তা যেন বুঝেই উঠতে পারছিলেন কেউই। রাজধানীতে কোনও ভূমিকম্প হয়েছে বলেও খবর মেলেনি। কিন্তু ভজনপুরায় বিজয় পার্কে অবস্থিত সেই আবাসন চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। আর তার কারণ এখনও অজানা। খবর পেয়ে উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে এসেছে দমকল বাহিনী।

বুধবার দুপুরের দিকে ভেঙে পড়ে এই আবাসন। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, দমকল বাহিনী দুপুর ৩ টে ৫ নাগাদ এই সংক্রান্ত খবর পান। তারপর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। উদ্ধারকাজ চলছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। সেই মুহূর্তে ওই বাড়ির ভিতরে কেউ ছিল কি না তাও জানা যায়নি। এই ঘটনার কারণ জানতে জারি রয়েছে তদন্তও।

এদিকে গত ১ মার্চ উত্তর দিল্লির রোশনানারা রোডে একটি চারতলা বাড়িতে আগুন লাগে। ধূলিসাৎ হয়ে যায় সেই আবাসন। তবে সেই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।