Bus Accident: স্টিয়ারিং ঘোরাতেই পাহাড়ি খাদে ঝুলল বাস! মৃত্যু ৯ জনের, আশঙ্কাজনক অনেকে

AP Bus Accident: দুর্ঘটনাগ্রস্ত বাসে ৩৫ জন যাত্রী ছিলেন। দুইজন চালক ও একজন সাফাই কর্মীও ছিলেন। জঙ্গলে ঘেরা পাহাড়ি পথ দিয়ে যাচ্ছিল বাসটি। মোড় ঘোরাতে গিয়েই বিপত্তি ঘটে। স্টিয়ারিং ঘোরাতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। 

Bus Accident: স্টিয়ারিং ঘোরাতেই পাহাড়ি খাদে ঝুলল বাস! মৃত্যু ৯ জনের, আশঙ্কাজনক অনেকে
দুর্ঘটনাগ্রস্ত বাসটি।Image Credit source: X

|

Dec 12, 2025 | 10:31 AM

অমরাবতী: সাতসকালে বড় দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল বাস। দুর্ঘটনায় কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। আহত আরও ১২ জন। দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের আলুরি জেলায়। প্রাথমিক তদন্তে অনুমান, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, আজ ভোর সাড়ে ৫টা নাগাদ আলুরি জেলার তুলাসিপাকালু গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাগ্রস্ত বাসে ৩৫ জন যাত্রী ছিলেন। সকলেই পুণ্যার্থী। দুইজন চালক ও একজন সাফাই কর্মীও ছিলেন। জঙ্গলে ঘেরা পাহাড়ি পথ দিয়ে যাচ্ছিল বাসটি। মোড় ঘোরাতে গিয়েই বিপত্তি ঘটে। স্টিয়ারিং ঘোরাতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে যায় বাসটি। পুরোপুরি খাদে পড়ে না গিয়ে, উল্টো হয়ে ঝুলতে থাকে।

স্থানীয় বাসিন্দারাই প্রথমে বাসটিকে খাদে ওই অবস্থায় আটকে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে পৌঁছয়। শুরু হয় বাস থেকে যাত্রীদের বের করার প্রচেষ্টা। জেলাশাসক জানিয়েছেন, এখনও পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর মিলেছে। সাতজন গুরুতর আহত, তাদের চিত্তুরের হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ চলছে। আহত যাত্রীদের ভদ্রাচলমে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্য়মন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি জেলাশাসক ও আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, খোঁজ নিয়েছেন উদ্ধারকাজ নিয়ে। দুর্ঘটনাস্থলে আধিকারিকদের দ্রুত পৌঁছে উদ্ধারকাজে তদারকির নির্দেশ দিয়েছেন। আহতদের চিকিৎসায় যাতে কোনও খামতি না হয়, তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছেন তিনি।