
দেহরাদুন: বর্ষার মরশুমে বিপদ। রুদ্রপ্রয়াগের পথে অলকানন্দা নদীতে পড়ে গেল বাস। নিখোঁজ ১০ জন। কমপক্ষে ২ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, উত্তরাখণ্ডের বদ্রীপ্রয়াগের দিকে যাচ্ছিল বাসটি। বাসে ১৮ থেকে ২০ জন যাত্রী ছিল। জানা গিয়েছে, বাসের অধিকাংশ যাত্রীরাই রাজস্থান ও গুজরাটের বাসিন্দা। তারা চার ধাম যাত্রায় এসেছিলেন।
লাগাতার ভারী বৃষ্টির জেরে আবহাওয়া খুব খারাপ ছিল। বাসের চালক আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি উত্তাল অলকানন্দা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরই পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হয়।
শেষ আপডেট অনুযায়ী, এখনও পর্যন্ত ৮ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। দুই জন যাত্রীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ ১০ জন। জারি রয়েছে উদ্ধারকাজ। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসের কয়েকজন যাত্রী জানিয়েছেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের দিকে ঝুঁকে পড়তেই অধিকাংশ যাত্রী বাস থেকে ঝাঁপ দেয়। সেই কারণেই তারা রক্ষা পেয়েছে।