Mohua Moitra: ‘প্রশ্ন পাঠানোর জন্য ইমেইল আইডি দিয়েছিলেন’, বিস্ফোরক দাবি মহুয়ার ‘বিশেষ বন্ধু’র

Mohua Moitra Bribe Case: বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সম্প্রতিই দাবি করেছিলেন যে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করেন। অসংসদীয় কার্যকলাপের জন্য তাঁর সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে চিঠি লেখেন লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে। বিষয়টি এথিক্স কমিটিতে পাঠানো হয়।

Mohua Moitra: প্রশ্ন পাঠানোর জন্য ইমেইল আইডি দিয়েছিলেন, বিস্ফোরক দাবি মহুয়ার বিশেষ বন্ধুর
মহুয়া মৈত্র।Image Credit source: Twitter

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 20, 2023 | 11:24 AM

নয়া দিল্লি: আরও বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra)। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগে এমনিতেই অস্বস্তি পড়েছিলেন মহুয়া, এবার তাঁর বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ আনলেন দর্শন হিরানন্দানি (Darshan Hiranandani)। লোকসভার এথিক্স কমিটির (Lok Sabha Ethics Committee) কাছে জমা দেওয়া হলফনামায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক বয়ান দেন তিনি। দাবি করেন, মহুয়া মৈত্র তাঁর সংসদের ইমেইল অ্যাকাউন্টের লগইন ও পাসওয়ার্ড দিয়েছিলেন প্রশ্নগুলি পাঠানোর জন্য।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সম্প্রতিই দাবি করেছিলেন যে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করেন। অসংসদীয় কার্যকলাপের জন্য তাঁর সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে চিঠি লেখেন লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে। বিষয়টি এথিক্স কমিটিতে পাঠানো হয়। আগামী ২৬ অক্টোবর নিশিকান্ত দুবে ও আইনজীবী অনন্ত দোহাদরাইকে কমিটি সামনে হাজিরা দিতে বলা হয়েছে। এরইমধ্যে বৃহস্পতিবার যে ব্যবসায়ীর কাছ থেকে মহুয়া মৈত্র টাকা নিয়েছেন বলে অভিযোগ আনেন বিজেপি সাংসদ, সেই ব্যবসায়ীই বিস্ফোরক অভিযোগ করেন। বৃহস্পতিবার হিরানন্দানি গ্রুপের সিইও দর্শন হিরানন্দানি দাবি করেন, মহুয়া মৈত্রের সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্বের সম্পর্ক ছিল। তাঁকে বিভিন্ন দামি দামি উপহারও দিয়েছেন তিনি। তাঁর বদলে মহুয়া মৈত্র তাঁর সাজানো প্রশ্নই সংসদে তুলে ধরতেন।

তিন পাতার হলফনামায় হিরানন্দানি দাবি করেন, তৃণমূল সাংসদ মনে করতেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করার একমাত্র উপায় হল গৌতম আদানি ও তাঁর গোষ্ঠীকে নিয়ে আক্রমণ করা। তাঁরা দুইজনই সমসাময়িক ও গুজরাটের বাসিন্দা।   হলফনামায় আরও দাবি করা হয়, আদানি গ্রুপকে নিশানা করেই কেন্দ্রীয় সরকারকে অস্বস্তিতে ফেলা। এই ধরনের প্রশ্ন করার জন্য মহুয়া মৈত্র তাঁর সাংসদ ইমেইল আইডি শেয়ার করেন। ওই ইমেইলে যে প্রশ্নগুলি তিনি পাঠাতেন, তাই-ই সংসদে তুলে ধরতেন মহুয়া মৈত্র। হিরানন্দানি হলফনামায় লেখেন, “উনি… আমায় অনুরোধ করেছিলেন আদানি গ্রুপকে আক্রমণ করার বিষয়ে যেন সমর্থন করি।”