
নয়াদিল্লি: দেশের গ্রামে গ্রামে ১০০টি জেলাকে চিহ্নিত করে ধনধান্য় কৃষি যোজনা শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। মূলত কম উৎপাদনশীলতা এবং ঋণ পাওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে দেশের এমন জেলাগুলিকেই এই প্রকল্পের আওতায় রাখতে চলেছে কেন্দ্র।
চলতি বছরের বাজেটেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই প্রকল্পের কথা উল্লেখ করেছিলেন। এবার অবশেষে বুধবার তাতে সিলমোহর বসাল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তবে এই প্রকল্প যে এখন থেকেই শুরু হতে চলেছে এমনটা নয়। নয়াদিল্লি সূত্রে খবর, ২০২৬ সাল থেকে কেন্দ্র এই প্রকল্পের কাজ শুরু করবে। যার জেরে প্রতি বছর প্রায় ২৪ হাজার কোটি টাকা খরচ করতে চলেছে তারা।
মন্ত্রিসভা তরফে আরও জানা গিয়েছে, আগামী ছয় অর্থবর্ষের মধ্য়ে এই ১০০টি জেলার প্রত্যেকে জেলায় কেন্দ্রের মোট ১১টি মন্ত্রকের আওতায় ৩৬টি প্রকল্পের কাজ হবে। এমনকি, দেশের প্রত্যেকটি রাজ্য থেকে কমপক্ষে একটি করে জেলা টিহ্নিত হবেই। যার জেরে উপকৃত হবে প্রায় ১.৭ কোটি কৃষক।
এদিন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ‘কোন রাজ্যের, কোন জেলা এ ক্ষেত্রে চিহ্নিত হবে। তা রাজ্য়ের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঠিক হবে।’ তবে সূত্রের খবর, কোন মাপকাঠিতে কৃষিক্ষেত্রে পিছিয়ে পড়া জেলা চিহ্নিত হবে, তার রূপরেখাটা তৈরি করবে কেন্দ্রীয় সরকারই।