ভ্যাকসিন নেওয়ার পরও কি করোনা হতে পারে? জেনে নিন বিশেষজ্ঞদের মত

টিকার (COVID Vaccine) দুটি ডোজ় নিয়েও করোনা আক্রান্ত হয়েছেন মুম্বইর সিওন হাসপাতালের চিকিৎসা পড়ুয়া এক ২১ বছর বয়সী।

ভ্যাকসিন নেওয়ার পরও কি করোনা হতে পারে? জেনে নিন বিশেষজ্ঞদের মত
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Mar 06, 2021 | 3:52 PM

নয়া দিল্লি: ভ্যাকসিন হাতে পেয়ে করোনা (COVID) মুক্তির স্বপ্ন দেখতে শুরু করেছে গোটা বিশ্ব। কিন্তু আদৌ কি করোনা টিকা ১০০ শতাংশ প্রতিরোধ তৈরি করতে পারে? সেই প্রশ্নও উঠছে। কারণ টিকার দুটি ডোজ় নিয়েও করোনা আক্রান্ত হয়েছেন মুম্বইর সিওন হাসপাতালের চিকিৎসা পড়ুয়া এক ২১ বছর বয়সী। শরীরে সামান্য উপসর্গ দেখা দেওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আইসোলেশনে গিয়েছেন তাঁর সহপাঠীরা। তাহলে কি করোনা টিকা নিলেও করোনা আক্রান্ত হতে পারেন যে কেউ?

এই প্রশ্নের উত্তরে চিকিৎসক শাহিদ জামিল জানিয়েছেন টিকা ১০০ শতাংশ প্রতিরোধ না দিতে পারলেও করোনা রোখার কাজ করে। তাই ওই পড়ুয়ার শরীরে সামান্য উপসর্গ দেখা দিয়েছে। টিকা না থাকলে হয়ত করোনা আরও বেশি কাবু করত ওই পড়ুয়াকে।

টিকা নেওয়ার পর করোনা আক্রান্ত হওয়ার কতটা সম্ভাবনা থেকে যায়?

এই প্রশ্নের আপাতত যথাযথ কোনও উত্তর নেই। তবে এটা স্পষ্ট যে টিকা করোনা মহামারী শেষের একমাত্র রাস্তা নয়।

করোনা টিকা নেওয়ার পরও কি কোনও ব্যক্তি করোনার সংক্রামক হতে পারেন?

হ্যাঁ। করোনা টিকা নেওয়া হয়ে গেলেও ওই ব্যক্তির শরীর থেকে অন্য ব্যক্তির শরীরে করোনা ছড়াতে পারে। তাই উপসর্গ দেখা দিলে নিজেকে আইসোলেশনে যেতে হবে।

ভ্যাকসিন নেওয়া হয়ে গেলে কি মাস্ক পরা বন্ধ করা যেতে পারে?

না। করোনা ভ্যাকসিন নেওয়া হয়ে গেলেও ভাইরাস সংক্রান্ত বিধি পালন করে যেতে হবে। মাস্ক, শারীরিক দূরত্ব সবটাই বজায় রাখতে হবে।

টিকা নেওয়ার কতদিন পরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে?

চিকিৎসকরা জানিয়েছেন, টিকার দ্বিতীয় ডোজ় নেওয়ার ৭ থেকে ১০ দিনের মধ্যেই করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে।

টিকার দ্বিতীয় ডোজ় না নিলে কোনও সমস্যা হবে?

এই মূহুর্তে দেশের ভ্যাকসিন সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট সময়ের ব্যবধানে টিকার দুটি ডোজ়ই নিতে হবে।