
নয়া দিল্লি: প্রেমিক বা প্রেমিকার সঙ্গে একান্ত কিছু সময় কাটাতে চান, কিন্তু বাড়িতে বা পার্কে যেতে চান না। অনেকেই সেই জন্য বেছে নেন হোটেল। তবে এই হোটেলে যাওয়া নিয়ে অনেকের মনেই ভয় কাজ করে। ভাবেন, আদৌ অবিবাহিতরা কি একসঙ্গে হোটেলে থাকতে পারেন? শুধু অবিবাহিত হওয়ার কারণে পুলিশ কি তাদের গ্রেফতার করতে পারে?
ভারতীয় আইন অনুযায়ী, অবিবাহিত দম্পতি আইনত একসঙ্গে হোটেল রুম বুক করতে পারেন। ভারতে এমন কোনও আইন নেই যা অবিবাহিত দম্পতিদের হোটেলে থাকা নিষিদ্ধ বলেছে।
ভারতীয় সংবিধান অনুসারে, প্রতিটি প্রাপ্তবয়স্কের স্বাধীনভাবে জীবনযাপন করার অধিকার রয়েছে। যদি উভয় ব্যক্তির বয়স ১৮ বছরের বেশি হয় এবং পারস্পরিক সম্মতিতে হোটেলে থাকেন, তাহলে এটি আইনত বৈধ। এতে কোনও অপরাধ নেই। কোনও আইনেই এটি অপরাধ হিসেবে বিবেচিত হয় না।
তবে আইনত বৈধ হলেও, অনেক হোটেলই কাপল ফ্রেন্ডলি নয়। পুলিশ বা সামাজিক চাপে বহু হোটেল অবিবাহিত যুগলদের রুম দিতে অস্বীকার করে। স্থানীয় ঠিকানা না থাকলে, ভিন রাজ্যের বাসিন্দা হলে হোটেল রুম দিতে অস্বীকার করতে পারে।
এর জন্য হোটেল বুক করার সময় সেটি কাপল ফ্রেন্ডলি কি না, তা দেখে নিন। অনলাইনে বিভিন্ন হোটেল বুকিং সাইট, যেমন OYO, Goibibo-তে এই ফিল্টারের সুবিধা রয়েছে।
এবার যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ, তা হল হোটেলে থাকতে হলে সঙ্গে আধার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্টের মতো পরিচয়পত্র রাখুন। বৈধ হোটেলে থাকলে এবং অনৈতিক কোনও কাজ না করলে, পুলিশ গ্রেফতার করবে না। পুলিশ সর্বাধিক পরিচয়পত্র যাচাই করতে পারে। হেনস্থা এড়াতে ভাল হোটেলে থাকাই শ্রেয়।