‘SIR’-এর আগে খুঁজে পাচ্ছেন না Aadhaar Card-Voter Card! কী করবেন এবার?

Aadhaar Card-Voter Card: রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর। আর সেই আবহে অনেকেই হয়তো হারিয়ে ফেলেছেন তাঁর ভোটার কার্ড, আধার কার্ড বা জাতিগত শংসাপত্র। কিন্তু এই নথি হারিয়ে গেলে কী হবে? এই মুহূর্তে কোথায় পাবেন আপনার এই জরুরি নথি?

SIR-এর আগে খুঁজে পাচ্ছেন না Aadhaar Card-Voter Card! কী করবেন এবার?
হারিয়েছে আধার, ভোটার! কী করবেন?

Nov 06, 2025 | 2:59 PM

বিহারের পর দেশের একাধিক রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর। এর মধ্যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গও। আর সেই আবহে একাধিক প্রশ্ন যেমন জাগছে রাজ্যের মানুষের মনে, তেমনই একাধিক কারণে ভয়ও পাচ্ছেন অনেক মানুষ। অনেকেই হয়তো হারিয়ে ফেলেছেন তাঁর ভোটার কার্ড, আধার কার্ড বা জাতিগত শংসাপত্র। কিন্তু এই নথি হারিয়ে গেলে কী হবে? এই মুহূর্তে কোথায় পাবেন আপনার এই জরুরি নথি?

আধার কার্ড হারিয়ে গেলে কী করবেন?

আধার কার্ড অনলাইনে ডাউনলোড করতে গেলে আপনাকে প্রথমে যেতে হবে www.uidai.gov.in ওয়েবসাইটে। এরপর সেখানে একটা অপশন দেখতে পাবেন ‘আধার অনলাইন সার্ভিসেস’ বলে। সেখানে ক্লিক করতে হবে আপনাকে। তারপর সেখানে পাবেন ‘রিট্রিভ লস্ট UID/EID’ বলে একটি অপশন। সেখানে ক্লিক কুরতে হবে আপনাকে। তারপর নাম, মেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে আপনাকে জানাতে হবে আপনি নতুন আধার কার্ড চাইছেন নাকি এনরোলমেন্ট নম্বর। তবে, এই ক্ষেত্রে আপনার আধারে মোবাইল নম্বর ও মেল আইডি লিঙ্ক করানো থাকতে হবে। এরপর ওটিপি আসবে আপনার মোবাইল নম্বরে। সেই ওটিপি সাবমিট করে দিলেই আপনার কাজ শেষ। এরপর UID বা এনরোলমেন্ট নম্বরটি আপনাকে ইমেল করে জানিয়ে দেবে ইউআইডিএআই (UIDAI)। তারপরই আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন আপনার ই-আধার কার্ড।

ভোটার কার্ডের ক্ষেত্রে কী করবেন?

ধরুন আপনি আপনার ভোটার কার্ড খুঁজে পাচ্ছেন না। কী করবেন? আপনাকে গুগল প্লে স্টোর থেকে Voter Helpline অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর আপনাকে আপনার ফোন নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে। তারপর লগইন করে ‘Search Your Name In Electoral Roll‘ অপশনে যেতে হবে। সেখানে আপনি একাধিক ভাবে আপনার ভোটার আইডি খুঁজে পাবেন। যদি মোবাইল নম্বর ভোটার কার্ডের সঙ্গে রেজিস্টার করা থাকে। তাহলে সার্চ বাই মোবাইল অপশনে চেক করতে পারেন। এ ছাড়াও রয়েছে সার্চ বাই বারকোড অর কিউআর কোড, সার্চ বাই ডিটেলস ও সার্চ বাই এপিক নম্বর। এপিক নম্বর বা ভোটার নম্বর মনে না থাকলে সার্চ বাই ডিটেল সবচেয়ে সঠিক অপশন।

সার্চ বাই ডিটেলস অপশনে গিয়ে নিজের নাম, পদবী, আত্মীয়ের নাম, বয়স, লিঙ্গ, রাজ্য বা ইউনিয়ন টেরেটরি, জেলা ও বিধানসভা কেন্দ্র সিলেক্ট করতে হবে। তারপর সার্চ করলেই পেয়ে যাবেন আপনার ই-ভোটার কার্ড।

জাতিগত শংসাপত্র!

আপনার জাতিগত শংসাপত্র পেতে প্রথমে https://castcertificatewb.gov.in/ ওয়েবসাইটে যান। তারপর বেছে নিন আপনি কী হিসাবে শংসাপত্র নেবেন। এখানে SC, ST, OBC বা EWS সিলেক্ট করতে হবে। তারপর আপনি পাবেন ডাউনলোড সার্টিফিকেট অপশন। সেখানে শংসাপত্র নম্বর আর আপনার নাম লিখলেই আপনি পেয়ে যাবেন আপনার জাতিগত শংসাপত্র।

অন্যান্য ডকুমেন্টস

এ ছাড়াও আপনি ডিজিলকার অ্যাপে গিয়ে লগইন করলে একাধিক নথি সেখানেও পেয়ে যাবেন ডিজিটালি। যে সব নথি আপনার ফোন নম্বরের সঙ্গে লিঙ্ক হয়ে রয়েছে, সেই সব শংসাপত্র ওখানে পাবেন আপনি।

কোন কোন নথি SIR-এ লাগবে?

  1. যে কোনও সরকারি সংস্থার পরিচয়পত্র
  2. ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগের যে কোনও সরকারি নথি
  3. সরকারি বার্থ সার্টিফিকেট
  4. পাসপোর্ট
  5. যে কোনও বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট যেখানে জন্ম তারিখ উল্লিখিত
  6. ডোমিসাইল সার্টিফিকেট
  7. ফরেস্ট অফিসারের দেওয়া সার্টিফিকেট
  8. কাস্ট সার্টিফিকেট
  9. এনআরসি সার্টিফিকেট (যদি থাকে)
  10. সরকার প্রদত্ত পারিবারিক রেজিস্টার
  11. সরকার প্রদত্ত জমি বা বাড়ির দলিল অথবা পর্চা