Railways: ড্রাইভ করতে হবে না, ট্রেনে চাপিয়েই নিয়ে যান আস্ত গাড়ি

Railways: এটিকে বলা হচ্ছে রো-রো সার্ভিস। রেল ওয়াগনের মাধ্যমে গাড়ি পরিবহনের ব্যবস্থা করা হবে।

Railways: ড্রাইভ করতে হবে না, ট্রেনে চাপিয়েই নিয়ে যান আস্ত গাড়ি
ফাইল চিত্র।Image Credit source: PTI

Jun 05, 2025 | 7:12 PM

নয়া দিল্লি: শুধু যাত্রী নয়, যাত্রীদের গাড়িও এবার ট্রেনে চাপিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাবে রেল। যাত্রীদের আর ড্রাইভ করে গাড়ি নিয়ে যাওয়ার দরকার নেই। আপাতত ট্রায়াল হিসেবে এই পরিষেবা শুরু করতে চলেছে রেল। পরে যাত্রীদের চাহিদার উপর নির্ভর করে পুরোপুরি পরিষেবা শুরু করা হবে রেলের তরফে।

কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড এই পরিষেবা চালু করতে চলেছে। এর ফলে হাইওয়েতে গাড়ির ভিড় কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। বর্তমানে ট্রাক নিয়ে যাওয়ার জন্য এই ব্যবস্থা রয়েছে।

কেআরসিএল-এর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর সন্তোষ কুমার ঝা জানিয়েছেন, দীর্ঘসময় ধরেই ট্রাক পরিবহন করা হচ্ছে, এবার গাড়িও নিয়ে যাওয়া হবে। আসন্ন গণেশ পুজোর সময়েই এই পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

এটিকে বলা হচ্ছে রো-রো সার্ভিস। রেল ওয়াগনের মাধ্যমে গাড়ি পরিবহনের ব্যবস্থা করা হবে। বর্তমানে মহারাষ্ট্রের কোলাদ থেকে ম্যাঙ্গালুরুর মধ্যে চালু আছে এই ব্যবস্থা। এবার ছোট গাড়ির জন্য রেলের ওয়াগনেও কিছু পরিবর্তন আনতে হবে।

উল্লেখ্য ওই রাস্তা গাড়ি চালিয়ে যেতে সময় লাগে ২৪ থেকে ৩৬ ঘণ্টা। উৎসবের মরশুমে যাত্রীদের খুবই সুবিধা হবে বলে মনে করছে রেল।