আহমেদাবাদ: ২৪ বছরের এক যুবতীকে হেনস্থার অভিযোগ উঠল একটি স্পা-এর মালিকের বিরুদ্ধে। গুজরাটের আহমেদাবাদে ঘটেছে এই ঘটনা। সেই ঘটনার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিয়ো দেখেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্ত স্পা মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। জানা গিয়েছে, স্পা মালিকের হাতে হেনস্থা শিকার হওয়া ওই যুবতী ওই অভিযুক্তের ব্যবসায়িক সহযোগী। স্পা-এ হওয়া গণ্ডগোলের জেরেই যুবতীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনা নিয়ে তদন্ত করছে পুলিশ।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, স্পায়ের সামনে রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছেন ওই যুবতী। তখন পিছন থেকে এলেন অভিযুক্ত স্পা মালিক। এসেই তিনি চড় মারলেন ওই যুবতীকে। যুবতীও তাঁকে ঠেলে দিয়ে দূরে সরিয়ে দিলেন। এর পর যুবতী সেখান থেকে হেঁটে এগিয়ে যেতে লাগলেন। কিন্তু অভিযুক্ত পিছন থেকে ধাওয়া করে ফের মারলেন যুবতীকে। এর পর চুলের মুঠি ধরে টানতে লাগলেন। রাস্তার মধ্যে ছেঁচড়ে টেনে আনলেন। প্রায় চার মিনিট ধরে এই ঘটনা ঘটতে দেখা গিয়েছে সিসিটিভি ক্যামেরার ভিডিয়োয়।
Disturbing CCTV footage shows Galaxy spa owner Mohsin beating a woman from North-east in Ahmedabad.
— Rishi Bagree (@rishibagree) September 27, 2023
যদিও ঘটনা নিয়ে প্রথমে কোনও অভিযোগ দায়ের করেননি ওই যুবতী। কিন্তু ঘটনার ভিডিয়ো ঘিরে ব্যাপক হইচই পড়ে যায় আহমেদাবাদে। এর পর স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। ওই মহিলার কাউন্সিলিংও করানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক বলে জানা গিয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।