Accident: এটা মানবিকতা? রক্তে ভাসছে শরীর, রাস্তায় পড়ে বাইক চালক, ছবি তুলেই কেটে পড়লেন সকলে

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 02, 2023 | 11:49 AM

Delhi Bike Accident: রাত ১০টা নাগাদ বাইক নিয়ে কালকেজিতে ফিরছিলেন পীযূষ। দক্ষিণ দিল্লির পঞ্চশীল এনক্লেভের কাছে তিনি লেন বদল করছিলেন, সেই সময় হঠাৎ পিছন থেকে ধাক্কা দেয় আরেকটি বাইক। সিগন্যালের সামনেই ছিটকে পড়েন পীযূষ। চাকা স্কিড করে বাইক কয়েক মিটার হিঁচড়ে নিয়ে যায়।

Accident: এটা মানবিকতা? রক্তে ভাসছে শরীর, রাস্তায় পড়ে বাইক চালক, ছবি তুলেই কেটে পড়লেন সকলে
এভাবেই ২০ মিনিট রাস্তায় পড়ে থাকেন যুবক।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি:  রক্তে ভাসছে গোটা শরীর, ওই অবস্থাতেই রাস্তায় পড়ে বাইক চালক। পাশ দিয়ে যাওয়া গাড়ি-বাইক কেউই দাঁড়াল না। যাঁরা দাঁড়ালেন, তাঁরাও শুধু ছবিই তুললেন, সাহায্যের হাতটুকুও কেউ বাড়িয়ে দেননি। প্রায় আধ ঘণ্টা রাস্তায় পরে থাকার পর শেষে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হল ওই ব্যক্তির। গোটা ঘটনাটিই দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে।

ফের একবার অমানবিকতার সাক্ষী রইল রাজধানী। দুর্ঘটনাগ্রস্ত বাইক আরোহীকে সাহায্য করলেন না কেউ। উল্টে চুরি করে নেওয়া হল তাঁর গো প্রো ও মোবাইল ফোন। জানা গিয়েছে, পীযূষ পাল (৩০) নামক ওই বাইক চালক পেশায় ডকুমেন্টারি চিত্রনির্মাতা। বাড়ি ফেরার পথে দক্ষিণ দিল্লির একটি ট্রাফিক সিগন্যালের কাছে দুর্ঘটনার শিকার হন তিনি। কিন্তু কেউ তাঁকে সাহায্য করেননি। অনেক দেরিতে চিকিৎসা শুরু হওয়ায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মৃত্যু হল ওই ব্যক্তির।

জানা গিয়েছে, গত ২৮ অক্টোবর রাত ১০টা নাগাদ বাইক নিয়ে কালকেজিতে ফিরছিলেন পীযূষ। দক্ষিণ দিল্লির পঞ্চশীল এনক্লেভের কাছে তিনি লেন বদল করছিলেন, সেই সময় হঠাৎ পিছন থেকে ধাক্কা দেয় আরেকটি বাইক। সিগন্যালের সামনেই ছিটকে পড়েন পীযূষ। চাকা স্কিড করে বাইক কয়েক মিটার হিঁচড়ে নিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন পীযূষ। পথচলতি কোনও মানুষ বা গাড়ি-বাইক কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেননি। কয়েকজন দাঁড়ালেও, দুর্ঘটনার ছবি তুলেই পাশ কাটিয়ে চলে যান। পীযূষ সাহায্যের জন্য কাতর আবেদন করলেও, কেউই সাহায্য করেননি। ওইভাবে ২০ মিনিট পড়ে থাকেন তিনি। পরে পুলিশ এসে ওই যুববকে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়।

মৃত যুবকের এক বন্ধু জানিয়েছেন, যুবকের সঙ্গে থাকা মোবাইল ফোন ও গো প্রো-টি উধাও। রাত ১০টা অবধি ফোন অন থাকলেও, দুর্ঘটনার পর থেকে ফোন সুইচ অফ হয়ে যায়। এদিকে, পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, অভিযুক্ত বাইক চালককে চিহ্নিত করেছে। তাঁর খোঁজে তল্লাশি অভিযান চলছে।
Next Article