নয়া দিল্লি: মোদী-পদবি মামলায় বড় স্বস্তি মিলেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। কিন্তু, শিখ-বিরোধী মামলায় খুনের মামলা দায়ের হল বর্ষীয়ান কংগ্রেস নেতার বিরুদ্ধে। ১৯৮৪-র শিখ বিরোধী মামলায় প্রবীণ কংগ্রেস নেতা জগদীশ টাইটলার (Jagdish Tytler) শিখদের হত্যা করার জন্য জনতাকে প্ররোচিত করেন বলে চার্জশিটে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, CBI।
সিবিআই সূত্রে খবর, গত ২০ মে প্রবীণ কংগ্রেস নেতা জগদীশ টাইটলারের বিরুদ্ধে ৩৯ বছরের পুরানো শিখ-বিরোধী মামলায় আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই। সেই চার্জশিটে বলা হয়েছে, ১৯৮৪ সালের ১ নভেম্বর টাইটলার জনতাকে শিখদের হত্যা করার জন্য প্ররোচিত করেন। যার ফলে দিল্লির পল বাঙ্গাস গুরুদ্বারে আগুন লাগানো হয় এবং শিখ সম্প্রদায়ের ৩ জনকে হত্যা করা হয়। জনতাকে প্ররোচিত করার পর ঘটনাস্থল থেকে টাইটলারকে গাড়ি নিয়ে বেরিয়ে যেতেও দেখা যায় বলে এই বিষয়ে এক প্রত্যক্ষদর্শীর বয়ান চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। এবিষয়ে উল্লেখ্য, শিখ-হত্যায় প্ররোচিত করার ঘটনার আগের দিনই, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর শিখ নিরাপত্তারক্ষীর হাতে খুন হয়েছেন।
প্রসঙ্গত, ১৯৮৪-র শিখ-বিরোধী হিংসা মামলায় জগদীশ টাইটলারের বিরুদ্ধে ২০ মে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই। তার ভিত্তিতে টাইটলারের বিরুদ্ধে সমন জারি করে আদালত এবং এদিন, ৫ অগস্ট তিনি আদালতে হাজির হন। যদিও এই মামলায় শুক্রবারই আগাম জামিন পেয়েছেন টাইটলার। তাই এদিন তিনি আদালতে হাজির হতেই আদালতের বাইরে বিক্ষোভ দেখান দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা। যা নিয়ে উত্তেজনা ছড়ায়। যদিও অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন থাকায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি।