Cash for Query: মহুয়ার বিরুদ্ধে এবার সিবিআই তদন্ত? গুরুতর দাবি নিশিকান্তর

Nov 08, 2023 | 6:27 PM

CBI Probe Against Mahua Moitra: বুধবার (৮ নভেম্বর), এমনই গুরুতর দাবি করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে, এদিন এক পোস্ট করে বিজেপি সাংসদ বলেছেন, তাঁর করা অভিযোগের ভিত্তিতে লোকপাল, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।

Cash for Query: মহুয়ার বিরুদ্ধে এবার সিবিআই তদন্ত? গুরুতর দাবি নিশিকান্তর
সিবিআই জেরার মুখে মহুয়া মৈত্র?
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার মামলায় ক্রমে বিপদ বাড়ছে মহুয়া মৈত্রর। এবার কি তার বিরুদ্ধে তদন্ত শুরু করবে সিবিআই? বুধবার (৮ নভেম্বর), এমনই গুরুতর দাবি করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে, এদিন এক পোস্ট করে বিজেপি সাংসদ বলেছেন, তাঁর করা অভিযোগের ভিত্তিতে লোকপাল, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। নিশিকান্ত দুবে লিখেছেন, “জাতীয় সুরক্ষা জলাঞ্জলি দিয়ে দুর্নীতিতে জড়িত থাকার বিষয়ে আমার অভিযোগের ভিত্তিতে, সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল।”

লোকপাল বা দুর্নীতি বিরোধী পরিষদ সত্যি সত্যি এই মামলার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কিনা, সেই বিষয়ে কোনও নিশ্চিয়তা পাওয়া যায়নি। সিবিআইয়ের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে, এর আগেও এই তদন্তের গোপন তথ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিয়েছেন নিশিকান্ত দুবে। সংসদীয় এথিক্স কমিটির তদন্তে জানা গিয়েছিল, বিদেশ থেকে অন্তত ৪৫বার মহুয়া মৈত্রর সংসদীয় অ্যাকাউন্টে লগ ইন করা হয়েছে। এথিক্স কমিটির বৈঠকের আগেই, নিশিকান্ত দুবে সোশ্যাল মিডিয়ায় সেই খবর ফাঁস করে দিয়েছিলেন।

এদিন সিবিআই তদন্তের গুঞ্জন ছড়িয়ে পড়তেই, পাল্টা জবাব দিয়েছেন মহুয়া মৈত্র। আর তার মধ্য দিয়ে ফের একবার আদানি গোষ্ঠীকে নিশানা করেছেন তিনি। সিবিআই তদন্তকে স্বাগত জানিয়ে তৃণমূল সাংসদ বলেছেন, প্রথমে সিবিআইকে আদানিদের ১৩,০০০ কোটি টাকার কয়লা কেলেঙ্কারির তদন্ত করতে হবে। এক্সে নিশিকান্ত দুবে পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই মহুয়া মৈত্র একটি পোস্টে করে বলেন, “প্রথমে CBI-কে ১৩,০০০ কোটি টাকার আদানি কয়লা কেলেঙ্কারি মামলায় FIR দায়ের করতে হবে। যেভাবে বিদেশী লগ্নিকারীদের (চিনা এবং সংযুক্ত আরব আমিরশাহির) মালিকানাধীন আদানি গোষ্ঠীর সংস্থাগুলি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ছাড়পত্র নিয়ে, ভারতীয় বন্দর এবং বিমানবন্দর কিনছে, সেটাই আসল জাতীয় সুরক্ষাগত সমস্যা৷ । তবে, সিবিআই আসলে তাদের আমার জুতো গুনতে স্বাগত জানাব।”

মহুয়া মৈত্রর প্রাক্তন বন্ধু তথা আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের একটি চিঠির ভিত্তিতে, মহুয়া মৈত্রর বিরুদ্ধে শিল্পপতি দর্শন হিরানন্দানির কাছ থেকে নগদ ও দামী উপহার নিয়ে, তাঁর তৈরি করে দেওয়া প্রশ্নই সংসদে আওড়াতেন তৃণমূল সাংসদ। প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করেছেন মহুয়া মৈত্র। তবে, দর্শন হিরানন্দানিকে ‘বন্ধু’ হিসেবে লোকসভার সচিবালয়ের ইউজার আইটি ও পাসওয়ার্ড দিয়েছিলেন বলে স্বীকার করেছেন তৃণমূল সাংসদ। গত ২ নভেম্বর, লোকসভার এথিক্স কমিটির সামনে এই মামলার বিষয়ে হাজিরা দেন মহুয়া। তবে, মাঝপথেই এথিক্স কমিটির চেয়ারপার্সনের বিরুদ্ধে অপ্রাসঙ্গিক ব্যক্তিগত প্রশ্ন করার অভিযোগ করে বেরিয়ে এসেছিলেন তৃণমূল সাংসদ।

Next Article