CBI: এ কী কাণ্ড! ইডির অফিসেই তল্লাশিতে সিবিআই, বেপাত্তা অ্যাসিস্টেন্ট ডিরেক্টর

CBI Investigation: সূত্রের খবর, ইডির অ্যাসিস্টেন্ট ডিরেক্টর ওই অভিযুক্ত । তাঁর ভাই একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার। ঘুষের মামলায়  ইতিমধ্যেই তাঁকে হেফাজতে নিয়েছে সিবিআই।

CBI: এ কী কাণ্ড! ইডির অফিসেই তল্লাশিতে সিবিআই, বেপাত্তা অ্যাসিস্টেন্ট ডিরেক্টর
ফাইল চিত্র।Image Credit source: Getty Image

|

Dec 28, 2024 | 1:46 PM

সিমলা: আজব কাণ্ড! ইডির খোঁজে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকের বিরুদ্ধেই মামলা। তাঁকে ধরতে হাজির আরেক কেন্দ্রীয় বাহিনী। তল্লাশি চলল ইডি অফিসেও। বছর শেষে এই গোটা ঘটনাকে ঘিরে তুমুল হইচই পড়ে গিয়েছে।

বর্ষশেষে যখন ছুটি কাটাতে সিমলায় ভিড় করেছেন পর্যটকরা। আর সেখানেই হন্যে হয়ে ঘুরছে সিবিআই-ও। তারা খুঁজছেন এক ইডি অফিসারকে। তদন্তে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। তল্লাশি চলে সিমলার ইডি অফিসেও। জানা গিয়েছে, ওই ইডি আধিকারিক ৫৪ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন।

সূত্রের খবর, ইডির অ্যাসিস্টেন্ট ডিরেক্টর ওই অভিযুক্ত । তাঁর ভাই একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার। ঘুষের মামলায়  ইতিমধ্যেই তাঁকে হেফাজতে নিয়েছে সিবিআই। তিন বছর আগে একটি আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের অধীনে মামলার তদন্তেই ইডি অফিসার ঘুষ নিয়েছিলেন। সঙ্গে একটি গাড়িও নিয়েছিলেন ঘুষ হিসাবে।

জানা গিয়েছে, তদন্তে নেমে সিবিআই ৫৬.৫০ লাখ টাকা উদ্ধার করেছে। মোট ১.০১ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ঘুষ নেওয়া গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।