
কলকাতা: পরীক্ষা পদ্ধতিতে বদল আনবে বলে আগেই জানিয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সেই মতোই জারি হল নির্দেশিকা। এবার থেকে বছরে দু’বার করে সিবিএসই (CBSE) দশমের পরীক্ষা দেবেন পড়ুয়ারা। প্রথমবারের পরীক্ষা আবশ্যিক, দ্বিতীয়বারের পরীক্ষা ঐচ্ছিক। পড়ুয়াদের দু’বার করে পরীক্ষায় বসার সুযোগ করে দিচ্ছে কেন্দ্র।
CBSE approves Class 10 board exams twice a year from 2026, confirms Exam Controller Sanyam Bhardwaj. First phase mandatory, second phase optional — best score to be retained: CBSE pic.twitter.com/RMZQDa8Mxf
— ANI (@ANI) June 25, 2025
জাতীয় শিক্ষানীতি-র প্রস্তাব মোতাবেক এই বিষয়ে পরীক্ষা নেওয়ার পরিকল্পনার খসড়া আগেই প্রকাশ করে CBSE। খসড়ার প্রস্তাব অনুযায়ী, ফেব্রুয়ারি এবং মে মাসে বোর্ডের পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী CBSE অধীনস্থ দশম শ্রেণির পড়ুয়ারা আগামী বছর থেকে দু’বার পরীক্ষায় বসার সুযোগ পাবেন। কোনও বিষয়ে তুলনামূলক কম নম্বর পেলে কয়েক মাসের মধ্যে ফের পরীক্ষায় বসে বেশি নম্বর পাওয়ার সুযোগ পাবেন তাঁরা। দু’বারের মধ্যে যে বারের নম্বর বেশি উঠবে সেই রেজাল্টটিই গ্রহণযোগ্য হবে।
প্রথম পরীক্ষার পরই ছাত্র-ছাত্রীদের হাতে রেজাল্ট দেওয়া হবে না। ডিজি লকারে আপলোড করা হবে রেজাল্ট। দ্বিতীয় পরীক্ষার পরই চূড়ান্ত রেজাল্ট দেওয়া হবে।কেউ প্রথম পরীক্ষার নম্বরে সন্তুষ্ট হলে দ্বিতীয় পরীক্ষা থেকে ‘অপট আউট’ বা পরীক্ষায় না বসার সিদ্ধান্ত নিতে পারেন।