সিসিটিভি ফুটেজ দেখে মহিলা ছিনতাইবাজকে ধরল পুলিশ

arunava roy |

Jun 16, 2021 | 4:27 PM

ছিনতাইয়ের (Snatching) ঘটনায় ধরা পড়ল ২৫ বছর বয়সী জ্যোতি। ঠিক কী কারণে তিনি এমন পথে নেমেছেন তা খতিয়ে দেখছে পুলিশ।

সিসিটিভি ফুটেজ দেখে মহিলা ছিনতাইবাজকে ধরল পুলিশ
মহিলা ছিনতাইবাজ

Follow Us

নয়া দিল্লি: ব্যস্ত রাস্তায় মোবাইল নিয়ে চম্পট এক যুবতীর। পরে সিসিটিভি ফুটেজ (CCTV Footage) অনুসন্ধানের পর এখন ওই যুবতি পুলিশের জালে। জানা গিয়েছে ওই যুবতীর নাম জ্যোতি (Jyoti)। দিল্লির মঙ্গলপুর এলাকায় তার বাড়ি। ঘটনার জেরে স্থানীয় এলাকায় চাঞ্চল্য।

মোবাইল ছিনতাই করে পালিয়েছে এক যুবতী। এই মর্মে অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা। ঘটনার কিনারা করতে নেমে সিসিটিভি ফুটেজকেই ভরসা করল দিল্লি পুলিশ। আর তারপরই পুলিশের জালে ধৃত জ্যোতি। পুলিশ জানিয়েছে, উত্তর-পশ্চিম দিল্লির সুলতানপুরি অঞ্চলে ঘটনাটি ঘটেছে। ২০ মিনিটের ভিডিয়ো দেখে সনাক্ত করা হয়েছে জ্যোতিকে।

এর আগেও কয়েক বার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের পকরাও করেছে দিল্লি পুলিশ। এবার মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ধরা পড়ল ২৫ বছর বয়সী জ্যোতি। ঠিক কী কারণে তিনি এমন পথে নেমেছেন তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের চলাফেরার সময় সতর্ক করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

ওই যুবতী বড়সড় কোনও চক্রের সঙ্গে যুক্ত কিনা তদন্ত করছে পুলিশ। এমন ঘটনার ক্ষেত্রে আগামী দিনে কড়া পদক্ষেপ করা হয়ে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

আরও পড়ুন: বাম-কংগ্রেসের প্রতিবাদেও কাজ হল না, ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের

Next Article