রাষ্ট্রপতিকে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আপডেট দিতে গেলেন তিন বাহিনীর প্রধান, কী তথ্য জানালেন?

Operation Sindoor: দেশের তিন বাহিনীর যৌথ অভিযানেই অপারেশন সিঁদুর চালানো হয়েছে। পহেলগাঁও জঙ্গি হামলার জবাবেই পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে ঢুকে ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়ে এসেছে ভারত।

রাষ্ট্রপতিকে অপারেশন সিঁদুর নিয়ে আপডেট দিতে গেলেন তিন বাহিনীর প্রধান, কী তথ্য জানালেন?
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ তিন বাহিনীর প্রধানের। Image Credit source: X

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 14, 2025 | 2:27 PM

নয়া দিল্লি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ সেনার তিন বাহিনীর প্রধানদের। সঙ্গে ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনেরাল অনিল চৌহান। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে তাঁরা রাষ্ট্রপতিকে যাবতীয় আপডেট জানিয়েছেন।

এ দিন দেশের সিডিএস জেনেরাল অনিল চৌহান, সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, বায়ুসেনার প্রধান মার্শাল এপি সিং এবং নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী রাষ্ট্রপতির বাসভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন এবং “অপারেশন সিঁদুর” নিয়ে বিস্তারিত তথ্য জানান।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও তিন বাহিনীর সাহসিকতা ও নিষ্ঠার প্রশংসা করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে কড়া জবাব দিয়েছে, তাকে সাধুবাদ জানান।

দেশের তিন বাহিনীর যৌথ অভিযানেই অপারেশন সিঁদুর চালানো হয়েছে। পহেলগাঁও জঙ্গি হামলার জবাবেই পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে ঢুকে ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়ে এসেছে ভারত। এর মধ্যে জইশ-ই-মহম্মদের যেমন ঘাঁটি রয়েছে, তেমনই লস্কর-ই-তৈবার প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে।

ভারতের এই সফল অভিযানের পর পাকিস্তান কীভাবে ভারতের নানা সীমান্তে হামলা চালিয়েছে এবং সেনা কীভাবে প্রত্যাঘাত করেছে, তা নিয়েও রাষ্ট্রপতিকে জানান তিন সেনার প্রধান। প্রসঙ্গত, এত বড় অভিযানের পর দেশের নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানোর জন্যই এই সাক্ষাৎ। প্রতিদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করে “অপারেশন সিঁদুর” নিয়ে যাবতীয় আপডেট দিয়েছেন তিন বাহিনীর প্রধান।