Bipin Rawat’s Funeral: চোখের জলে, গান সেলুটে, শেষকৃত্য জেনারেল বিপিন রাওয়াতের

Bipin Rawat's Funeral: যাবতীয় নিয়ম মেনে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল শেষকৃত্য। মুখাগ্নি করলেন বিপিন-মধুলিকার দুই কন্যা।

Bipin Rawats Funeral: চোখের জলে, গান সেলুটে, শেষকৃত্য জেনারেল বিপিন রাওয়াতের
বিপিন রাওয়াতের শেষ ভিডিয়ো বার্তা।

| Edited By: অরিজিৎ দে

Dec 10, 2021 | 8:17 PM

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত। দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছে তাঁর স্ত্রী সহ ও ১১ জন সেনা কর্মীর। আজ সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সকাল থেকেই তাঁর বাড়িতে শায়িত ছিল দেশের প্রথম সিডিএস ও তাঁর স্ত্রীর দেহ। সেখানে বেলা ১১ টা থেকে সাড়ে ১২টা অবধি শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। এরপর দুপুর দেড়টা অবধি সামরিক বাহিনীর সদস্যরা জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীকে শেষশ্রদ্ধা জানান। দুপুর দুটো নাগাদ কামরাজ মার্গ থেকে শেষযাত্রা শুরু হয়েছে, ব্রার স্কোয়ার শ্মশান অবধি বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল। ইতিমধ্যেই ব্রার স্কোয়ারে রাখা হয়েছে সেনা সর্বাধিনায়কের দেহ। সেখানেই দেশের প্রাক্তন সেনা প্রধানকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সকলে। বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের অন্তেষ্টি ক্রিয়া শুরু হয়েছে। যাবতীয় নিয়ম মেনে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল শেষকৃত্য। মুখাগ্নি করলেন বিপিন-মধুলিকার দুই কন্যা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 10 Dec 2021 05:10 PM (IST)

    ১৭ তোপধ্বনিতে সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়াতকে চিরবিদায় , শেষকৃত্য সম্পন্ন

    ১৭ তোপধ্বনিতে জেনারেল রাওয়াতকে জানানো হল শেষ শ্রদ্ধা। ইতিমধ্যেই সম্পন্ন সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্যু। তাঁদের দুই কন্যা করলেন মুখাগ্নি। ভারতের বীর সন্তানকে চিরবিদায়।

  • 10 Dec 2021 05:05 PM (IST)

    জেনারেল রাওয়াতকে শেষ শ্রদ্ধার বিভিন্ন মূহুর্ত

  • 10 Dec 2021 04:42 PM (IST)

    পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শুরু সস্ত্রীক সেনা সর্বাধিনায়কের শেষকৃত্য

    বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতে অন্তেষ্টি ক্রিয়া শুরু হয়েছে। যাবতীয় নিয়ম মেনে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শেষকৃত্য। জানা গিয়েছে, ১৭ তোপধ্বনিতে অন্তিম শ্রদ্ধা জানানো হবে রাওয়াতকে। সেনা ক্যান্টমেন্টের বাইরে জাতীয় পতাকা হাতে উপস্থিত অসংখ্য মানুষ, উঠছে ‘ভারত মাতা কী জয়’, ‘বিপিন রাওয়াত অমর রহে’ স্লোগান।

  • 10 Dec 2021 04:16 PM (IST)

    ব্রার স্কোয়ারে পৌঁছলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

    ব্রার স্কোয়ারে পৌঁছেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রয়াত সেনা সর্বাধিনায়ককে শেষ শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। সেল্যুট করে দেশের প্রথম সিডিএসকে বিদায় রাজনাথের।

  • 10 Dec 2021 04:14 PM (IST)

    চোখের জলে সিডিএসকে শেষ শ্রদ্ধা সেনা আধিকারিকদের

    ব্রার স্কোয়ার শ্মশানে শায়িত রয়েছে প্রতিরক্ষা প্রধান জেনারেল রাওয়াতের নিথর দেহ। সেখানেই বিপিন রাওয়াতকে শ্রদ্ধা জানাচ্ছেন তিন বাহিনীর সেনা আধিকারিকরা।

  • 10 Dec 2021 03:44 PM (IST)

    বিপিন রাওয়াতের শেষযাত্রায় দিল্লিবাসীর চোখে জল

    শেষযাত্রায় দেশের প্রতিরক্ষা প্রধান। দিল্লির রাজপথে এগিয়ে চলেছে জেনারেল বিপিন রাওয়াতের নিথর দেহ। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে রাস্তায় ভিড় করেছেন বহু মানুষ। হাতে জাতীয় পতাকা নিয়ে ছুটে চলেছেন তাঁরা। কেউ কেউ বলছেন, ‘বাবার মতো একজন মানুষ চলে গেলেন।’ কারও চোখে জল। তাঁরা বলছেন, অমর হয়ে থাকবেন বিপিন রাওয়াত।

  • 10 Dec 2021 03:15 PM (IST)

    অভিভাবকহীন রাওয়াতের কন্যাদের সান্তনা রাহুলের

    প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে তিনি সদ্য অভিভাবকহীন হওয়া বিপিন রাওয়াতের দুই মেয়ের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্তনা দেন রাহুল।

  • 10 Dec 2021 03:12 PM (IST)

    রাওয়াতের কফিনে পুস্পস্তবক, দুই মেয়ের সঙ্গে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

    আর দেখা হল না, আলোচনাও হল না দেশের নিরাপত্তা নিয়ে। বিপিন রাওয়াতের প্রয়াণে শোকাহত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি বাসভবনে গিয়ে বিপিন রাওয়াতের কফিনেই পুস্পস্তবক দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কথা বলেন রাওয়াতের দুই মেয়ের সঙ্গেও।

  • 10 Dec 2021 03:04 PM (IST)

    বিপিন রাওয়াতের নামে স্লোগান দিল্লির রাস্তায়

    শেষযাত্রায় বিপিন রাওয়াতের পাশে দিল্লিবাসী। তাঁর মরদেহ নিয়ে গাড়ি বের হতেই রাস্তার ধারে উপস্থিত জনতা স্লোগান দেন, “যব তক সূরজ-চান্দ রহেগা, বিপিনজী কা নাম রহেগা”।

  • 10 Dec 2021 02:59 PM (IST)

    পালাম সেনাঘাঁটিতে শ্রদ্ধার্ঘ জানান প্রধানমন্ত্রীও

  • 10 Dec 2021 02:58 PM (IST)

    গঙ্গার ঘাটেও শ্রদ্ধার্ঘ অর্পণ রাওয়াত সহ প্রয়াত সেনাদের

  • 10 Dec 2021 02:56 PM (IST)

    বিপিন রাওয়াতকে শ্রদ্ধা জানাতে মোমবাতি হাতে পথে নামল যুব প্রজন্ম

     

  • 10 Dec 2021 02:54 PM (IST)

    দেশজুড়ে শ্রদ্ধার্ঘ অর্পণ, বালুশিল্পেও ফুটিয়ে তোলা হল রাওয়াতের প্রতিকৃতি

    দেশজুড়ে শ্রদ্ধা জানানো হচ্ছে প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতকে। বালুশিল্পে ফুটিয়ে তোলা হয়েছে তাঁর প্রতিকৃতি।

  • 10 Dec 2021 02:24 PM (IST)

    শেষ যাত্রা শুরু হল বিপিন রাওয়াতের

    দিল্লির বাসভবন থেকে বিপিন রাওয়াতের দেহ নিয়ে ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ার শশ্মানঘাটের উদ্দেশে রওনা দিল সেনাবাহিনী। বিশাল প্রশেসনের আয়োজন করা হয়েছে তাঁকে বিদায় জানাতে।

  • 10 Dec 2021 01:41 PM (IST)

    দুর্ঘটনা নিয়ে ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকার বার্তা বায়ুসেনার

    কীভাবে বুধবার ভেঙে পড়েছিল অত্য়াধুনিক এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারটি, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বায়ুসেনা। তদন্ত শেষ না হওয়া অবধি কোনও ভুয়ো খবর প্রচার বা বিশ্বাস থেকে বিরত থাকার অনুরোধই করা হল বায়ুসেনার তরফে।

  • 10 Dec 2021 01:38 PM (IST)

    রাওয়াতকে বিদায় জানাতে এলেন বিদেশমন্ত্রী জয়শঙ্করও

    প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

     

  • 10 Dec 2021 01:34 PM (IST)

    শেষ শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীও

    বেলা গড়াতেই প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীকে শ্রদ্ধা জানাতে এলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন, মনসুখ মাণ্ডব্য, স্মৃতি ইরানি ও সর্বানন্দ সোনওয়াল।

     

  • 10 Dec 2021 01:32 PM (IST)

    বিপিন রাওয়াতকে শ্রদ্ধা জানাতে হাজির কৃষক নেতা টিকাইতও

    প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন কৃষক নেতা তথা ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত।

     

  • 10 Dec 2021 01:30 PM (IST)

    গান স্যালুটে বিদায় জানানো হবে রাওয়াতকে

    বিউগেল ও ১৭টি গান স্যালুট দিয়ে বিদায় জানানো হবে প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতকে।

  • 10 Dec 2021 01:28 PM (IST)

    পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ বিজেপির সর্বভারতীয় সভাপতির

    এ দিন দুপুরেই বিপিন রাওয়াতের বাসভবনে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পুস্পস্তবক দিয়ে তিনি বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান।

     

  • 10 Dec 2021 01:26 PM (IST)

    ডিএমকে নেতারাও এলেন শ্রদ্ধার্ঘ জানাতে

    বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন ডিএমকে নেতা এ রাজা ও কানিমোজি।

     

  • 10 Dec 2021 01:23 PM (IST)

    সর্বাধিনায়ককে বিদায় জানাতে এলেন ফ্রান্স ও ইজরায়েলের রাষ্ট্রদূতও

    বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন ভারতে ফ্রান্স ও ইজরায়েলের রাষ্ট্রদূত ইম্য়ানুয়েল লেলিয়ান ও নাওর গিলন।

     

  • 10 Dec 2021 01:21 PM (IST)

    শ্রদ্ধা জানাতে এলেন দিল্লির মুখ্যমন্ত্রীও

    প্রয়াত সর্বাধিনায়ক বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এদিন তিনি পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

     

  • 10 Dec 2021 01:19 PM (IST)

    কান্নাভেজা চোখেই মা-বাবাকে বিদায় জানালেন দুই কন্য়া

    বুধবারের হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন সস্ত্রীক বিপিন রাওয়াত। এ দিন তাঁদের দুই কন্যা কৃতিকা ও তারিণী এসে মা-বাবাকে শেষ শ্রদ্ধা জানায়।

     

  • 10 Dec 2021 01:17 PM (IST)

    বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানালেন মল্লিকার্জুন খাড়গে

    প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তাঁর সঙ্গেই এসেছিলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনিও।

     

  • 10 Dec 2021 01:13 PM (IST)

    এলেন রাহুল গান্ধীও

    দুর্ঘটনার খবর পেয়েই টুইটে উদ্বেগ প্রকাশ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ দিন প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান রাহুল গান্ধী।

     

  • 10 Dec 2021 01:12 PM (IST)

    সস্ত্রীক বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

    সর্বাধিনায়ক বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতকেও শ্রদ্ধা জানান তিনি।

     

  • 10 Dec 2021 01:09 PM (IST)

    পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানালেন দিল্লির লেফটেন্য়ান্ট গভর্নর

    দুপুর দেড়টা অবধি বাসভবনেই শায়িত থাকবে প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের দেহ। এদিন দুপুরে দিল্লির লেফটেন্য়ান্ট গভর্নর অনিল বৈজলও আসেন সেনা সর্বাধিনায়ককে শেষ শ্রদ্ধা জানাতে।

  • 10 Dec 2021 01:07 PM (IST)

    সস্ত্রীক বিপিন রাওয়াতকে শ্রদ্ধা জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

    সর্বাধিনায়ক বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। বিপিন রাওয়াত উত্তরাখণ্ডেরই বাসিন্দা ছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে উত্তরাখণ্ডে তিনদিনের শোক পালনের ঘোষণা করা হয়েছে। পুস্কর সিং ধামি ছাড়াও এসেছিলেন প্রবীণ কংগ্রেস নেতা হরিশ রাওয়াত।

     

  • 10 Dec 2021 01:03 PM (IST)

    শেষকৃত্য সম্পন্ন হল বিগ্রেডিয়ার লিড্ডার

    সকাল ১১টায় রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্য সম্পন্ন হল ব্রিগেডিয়ার এলএস লিড্ডার। উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্য ও সেনাবাহিনীর জওয়ানরা।

     

  • 10 Dec 2021 01:01 PM (IST)

    কান্নায় ভেঙে পড়লেন ব্রিগেডিয়ারের স্ত্রী ও কন্যা

    এভাবে চলে যাবেন, তা কখনও কল্পনাও করেননি। কফিনবন্দি ব্রিগেডিয়ার এলএস লিড্ডারকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন তাঁর স্ত্রী ও কন্যা।

     

  • 10 Dec 2021 12:58 PM (IST)

    ব্রিগেডিয়ার এলএস লিড্ডারকে বিদায় জানাতে এলেন অজিত দোভাল

    জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও এ দিন সকালে দিল্লির ক্যান্টনমেন্টে গিয়ে ব্রিগেডিয়ার এলএস লিড্ডারকে শেষ শ্রদ্ধা জানান।

  • 10 Dec 2021 12:56 PM (IST)

    শেষ শ্রদ্ধা জানালেন তিন বাহিনীর প্রধানরাও

    দিল্লির ক্যান্টনমেন্টে সর্বাধিনায়ক বিপিন রাওয়াত ও ব্রিগেডিয়ার লিড্ডারকে শেষ শ্রদ্ধা জানালেন সেনা প্রধান এমএম নারাভানে. নৌসেনার প্রধান অ্যাডমিরাল হরি কুমার ও বায়ুসেনার প্রধান মার্শাল ভিআর চৌধুরি।

     

  • 10 Dec 2021 12:51 PM (IST)

    বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী

    আজই শেষকৃত্য সম্পন্ন হবে প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের। সকাল থেকেই তাঁর বাড়ির সামনে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। এ দিন সকাল সাড়ে ন’টা নাগাদ দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ারে শেষ শ্রদ্ধা জানাতে আসেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।