
হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত। দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছে তাঁর স্ত্রী সহ ও ১১ জন সেনা কর্মীর। আজ সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সকাল থেকেই তাঁর বাড়িতে শায়িত ছিল দেশের প্রথম সিডিএস ও তাঁর স্ত্রীর দেহ। সেখানে বেলা ১১ টা থেকে সাড়ে ১২টা অবধি শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। এরপর দুপুর দেড়টা অবধি সামরিক বাহিনীর সদস্যরা জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীকে শেষশ্রদ্ধা জানান। দুপুর দুটো নাগাদ কামরাজ মার্গ থেকে শেষযাত্রা শুরু হয়েছে, ব্রার স্কোয়ার শ্মশান অবধি বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল। ইতিমধ্যেই ব্রার স্কোয়ারে রাখা হয়েছে সেনা সর্বাধিনায়কের দেহ। সেখানেই দেশের প্রাক্তন সেনা প্রধানকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সকলে। বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের অন্তেষ্টি ক্রিয়া শুরু হয়েছে। যাবতীয় নিয়ম মেনে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল শেষকৃত্য। মুখাগ্নি করলেন বিপিন-মধুলিকার দুই কন্যা।
১৭ তোপধ্বনিতে জেনারেল রাওয়াতকে জানানো হল শেষ শ্রদ্ধা। ইতিমধ্যেই সম্পন্ন সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্যু। তাঁদের দুই কন্যা করলেন মুখাগ্নি। ভারতের বীর সন্তানকে চিরবিদায়।
বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতে অন্তেষ্টি ক্রিয়া শুরু হয়েছে। যাবতীয় নিয়ম মেনে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শেষকৃত্য। জানা গিয়েছে, ১৭ তোপধ্বনিতে অন্তিম শ্রদ্ধা জানানো হবে রাওয়াতকে। সেনা ক্যান্টমেন্টের বাইরে জাতীয় পতাকা হাতে উপস্থিত অসংখ্য মানুষ, উঠছে ‘ভারত মাতা কী জয়’, ‘বিপিন রাওয়াত অমর রহে’ স্লোগান।
ব্রার স্কোয়ারে পৌঁছেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রয়াত সেনা সর্বাধিনায়ককে শেষ শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। সেল্যুট করে দেশের প্রথম সিডিএসকে বিদায় রাজনাথের।
ব্রার স্কোয়ার শ্মশানে শায়িত রয়েছে প্রতিরক্ষা প্রধান জেনারেল রাওয়াতের নিথর দেহ। সেখানেই বিপিন রাওয়াতকে শ্রদ্ধা জানাচ্ছেন তিন বাহিনীর সেনা আধিকারিকরা।
শেষযাত্রায় দেশের প্রতিরক্ষা প্রধান। দিল্লির রাজপথে এগিয়ে চলেছে জেনারেল বিপিন রাওয়াতের নিথর দেহ। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে রাস্তায় ভিড় করেছেন বহু মানুষ। হাতে জাতীয় পতাকা নিয়ে ছুটে চলেছেন তাঁরা। কেউ কেউ বলছেন, ‘বাবার মতো একজন মানুষ চলে গেলেন।’ কারও চোখে জল। তাঁরা বলছেন, অমর হয়ে থাকবেন বিপিন রাওয়াত।
প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে তিনি সদ্য অভিভাবকহীন হওয়া বিপিন রাওয়াতের দুই মেয়ের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্তনা দেন রাহুল।
আর দেখা হল না, আলোচনাও হল না দেশের নিরাপত্তা নিয়ে। বিপিন রাওয়াতের প্রয়াণে শোকাহত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি বাসভবনে গিয়ে বিপিন রাওয়াতের কফিনেই পুস্পস্তবক দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কথা বলেন রাওয়াতের দুই মেয়ের সঙ্গেও।
শেষযাত্রায় বিপিন রাওয়াতের পাশে দিল্লিবাসী। তাঁর মরদেহ নিয়ে গাড়ি বের হতেই রাস্তার ধারে উপস্থিত জনতা স্লোগান দেন, “যব তক সূরজ-চান্দ রহেগা, বিপিনজী কা নাম রহেগা”।
#WATCH | Delhi: Citizens raise slogans of "Jab tak suraj chaand rahega, Bipin ji ka naam rahega", as the cortège of #CDSGeneralBipinRawat proceeds towards Brar Square crematorium in Delhi Cantonment. pic.twitter.com/s7sjV4vg73
— ANI (@ANI) December 10, 2021
দেশজুড়ে শ্রদ্ধা জানানো হচ্ছে প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতকে। বালুশিল্পে ফুটিয়ে তোলা হয়েছে তাঁর প্রতিকৃতি।
দিল্লির বাসভবন থেকে বিপিন রাওয়াতের দেহ নিয়ে ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ার শশ্মানঘাটের উদ্দেশে রওনা দিল সেনাবাহিনী। বিশাল প্রশেসনের আয়োজন করা হয়েছে তাঁকে বিদায় জানাতে।
Funeral procession of CDS Gen Bipin Rawat begins from his residence to Brar Square crematorium in Delhi Cantonment pic.twitter.com/s38AQq74mh
— ANI (@ANI) December 10, 2021
কীভাবে বুধবার ভেঙে পড়েছিল অত্য়াধুনিক এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারটি, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বায়ুসেনা। তদন্ত শেষ না হওয়া অবধি কোনও ভুয়ো খবর প্রচার বা বিশ্বাস থেকে বিরত থাকার অনুরোধই করা হল বায়ুসেনার তরফে।
IAF has constituted a tri-service Court of Inquiry to investigate the cause of the tragic helicopter accident on 08 Dec 21. The inquiry would be completed expeditiously & facts brought out. Till then, to respect the dignity of the deceased, uninformed speculation may be avoided.
— Indian Air Force (@IAF_MCC) December 10, 2021
প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
Delhi | External Affairs Minister (EAM) S Jaishankar pays tribute to CDS Gen Bipin Rawat who lost his life in the IAF chopper crash on Wednesday pic.twitter.com/upUbFz0gNM
— ANI (@ANI) December 10, 2021
বেলা গড়াতেই প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীকে শ্রদ্ধা জানাতে এলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন, মনসুখ মাণ্ডব্য, স্মৃতি ইরানি ও সর্বানন্দ সোনওয়াল।
Union Ministers Nirmala Sitharaman, Mansukh Mandaviya, Smriti Irani, and Sarbananda Sonowal paid tribute to CDS General Bipin Rawat who lost his life in the IAF chopper crash on Wednesday pic.twitter.com/cdqVXHzJEx
— ANI (@ANI) December 10, 2021
প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন কৃষক নেতা তথা ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত।
Delhi: Bharatiya Kisan Union (BKU) leader Rakesh Tikat pays last respects to #CDSGeneralBipinRawat pic.twitter.com/wugbzsDykp
— ANI (@ANI) December 10, 2021
বিউগেল ও ১৭টি গান স্যালুট দিয়ে বিদায় জানানো হবে প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতকে।
CDS Gen Bipin Rawat is being accorded a 17 gun salute, as per laid down protocols. Post the playing of the Last Post and Rouse by tri-services buglers, the funeral pyre will be lit by family members.
— ANI (@ANI) December 10, 2021
এ দিন দুপুরেই বিপিন রাওয়াতের বাসভবনে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পুস্পস্তবক দিয়ে তিনি বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান।
Delhi: BJP national president JP Nadda pays tribute to CDS General Bipin Rawat and his wife Madhulika Rawat. pic.twitter.com/gFxPGvZ8dV
— ANI (@ANI) December 10, 2021
বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন ডিএমকে নেতা এ রাজা ও কানিমোজি।
Delhi: DMK leaders A Raja and Kanimozhi pay tribute to CDS General Bipin Rawat and his wife Madhulika Rawat. pic.twitter.com/vgXIi47jah
— ANI (@ANI) December 10, 2021
বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন ভারতে ফ্রান্স ও ইজরায়েলের রাষ্ট্রদূত ইম্য়ানুয়েল লেলিয়ান ও নাওর গিলন।
French & Israel envoys to India, Emmanuel Lenian and Naor Gilon (respectively) paid floral tribute to CDS Gen Bipin Rawat and his wife Madhulika Rawat who lost their lives in the IAF chopper crash on Wednesday pic.twitter.com/Y18hv39UkU
— ANI (@ANI) December 10, 2021
প্রয়াত সর্বাধিনায়ক বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এদিন তিনি পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।
Delhi CM Arvind Kejriwal pays tribute to CDS General Bipin Rawat and his wife Madhulika Rawat who lost their lives in #TamilNaduChopperCrash on 8th December. pic.twitter.com/fkp2zJzRGo
— ANI (@ANI) December 10, 2021
বুধবারের হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন সস্ত্রীক বিপিন রাওয়াত। এ দিন তাঁদের দুই কন্যা কৃতিকা ও তারিণী এসে মা-বাবাকে শেষ শ্রদ্ধা জানায়।
Delhi: Daughters of #CDSGeneralBipinRawat and Madhulika Rawat – Kritika and Tarini – pay their last respects to their parents. pic.twitter.com/7ReSQcYTx7
— ANI (@ANI) December 10, 2021
প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তাঁর সঙ্গেই এসেছিলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনিও।
Congress' senior leader Mallikarjun Kharge and former Defence Minister AK Antony paid tribute to CDS General Bipin Rawat and his wife Madhulika Rawat who lost their lives in the IAF chopper crash on Wednesday pic.twitter.com/LOxKsqZmgO
— ANI (@ANI) December 10, 2021
দুর্ঘটনার খবর পেয়েই টুইটে উদ্বেগ প্রকাশ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ দিন প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান রাহুল গান্ধী।
Congress leader Rahul Gandhi pays tributes to CDS General Bipin Rawat, his wife Madhulika Rawat who lost their lives in the IAF chopper crash on Wednesday pic.twitter.com/ZjloO9gPgm
— ANI (@ANI) December 10, 2021
সর্বাধিনায়ক বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতকেও শ্রদ্ধা জানান তিনি।
Home Minister Amit Shah pays tribute to CDS Gen Bipin Rawat who passed away in an IAF chopper crash near Coonoor in Tamil Nadu on Wednesday. pic.twitter.com/Jf14uoUyMe
— ANI (@ANI) December 10, 2021
দুপুর দেড়টা অবধি বাসভবনেই শায়িত থাকবে প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের দেহ। এদিন দুপুরে দিল্লির লেফটেন্য়ান্ট গভর্নর অনিল বৈজলও আসেন সেনা সর্বাধিনায়ককে শেষ শ্রদ্ধা জানাতে।
Delhi Lt Governor Anil Baijal pays his last respects to #CDSGeneralBipinRawat and his wife Madhulika Rawat, at their residence. pic.twitter.com/o7eGkp20Gp
— ANI (@ANI) December 10, 2021
সর্বাধিনায়ক বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। বিপিন রাওয়াত উত্তরাখণ্ডেরই বাসিন্দা ছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে উত্তরাখণ্ডে তিনদিনের শোক পালনের ঘোষণা করা হয়েছে। পুস্কর সিং ধামি ছাড়াও এসেছিলেন প্রবীণ কংগ্রেস নেতা হরিশ রাওয়াত।
Delhi | Congress' senior leader Harish Singh Rawat pays tribute to CDS Gen Bipin Rawat.
He also paid last respects to CDS Gen Bipin Rawat's wife Madhulika Rawat pic.twitter.com/D0OkoQT5Su
— ANI (@ANI) December 10, 2021
সকাল ১১টায় রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্য সম্পন্ন হল ব্রিগেডিয়ার এলএস লিড্ডার। উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্য ও সেনাবাহিনীর জওয়ানরা।
Delhi: Brig LS Lidder laid to final rest with full military honours. The officer lost his life in #TamilNaduChopperCrash on 8th December. pic.twitter.com/u0ybylFOTC
— ANI (@ANI) December 10, 2021
এভাবে চলে যাবেন, তা কখনও কল্পনাও করেননি। কফিনবন্দি ব্রিগেডিয়ার এলএস লিড্ডারকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন তাঁর স্ত্রী ও কন্যা।
#WATCH | Delhi: The wife and daughter of Brig LS Lidder pay their last respects to him at Brar Square, Delhi Cantt. He lost his life in #TamilNaduChopperCrash on 8th December. pic.twitter.com/oiHWxelISi
— ANI (@ANI) December 10, 2021
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও এ দিন সকালে দিল্লির ক্যান্টনমেন্টে গিয়ে ব্রিগেডিয়ার এলএস লিড্ডারকে শেষ শ্রদ্ধা জানান।
Delhi: NSA Ajit Doval pays tribute to Brig LS Lidder at Brar Square, Delhi Cantt.#TamilNaduChopperCrash pic.twitter.com/AlPu4CQIW9
— ANI (@ANI) December 10, 2021
দিল্লির ক্যান্টনমেন্টে সর্বাধিনায়ক বিপিন রাওয়াত ও ব্রিগেডিয়ার লিড্ডারকে শেষ শ্রদ্ধা জানালেন সেনা প্রধান এমএম নারাভানে. নৌসেনার প্রধান অ্যাডমিরাল হরি কুমার ও বায়ুসেনার প্রধান মার্শাল ভিআর চৌধুরি।
Delhi: The three service chiefs – Army Chief Gen MM Naravane, Navy Chief Admiral R Hari Kumar & IAF chief Air Chief Marshal VR Chaudhari pay tribute to Brig LS Lidder at Brar Square, Delhi Cantt.#TamilNaduChopperCrash pic.twitter.com/WxwJ4Oj0Yf
— ANI (@ANI) December 10, 2021
আজই শেষকৃত্য সম্পন্ন হবে প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের। সকাল থেকেই তাঁর বাড়ির সামনে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। এ দিন সকাল সাড়ে ন’টা নাগাদ দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ারে শেষ শ্রদ্ধা জানাতে আসেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।