AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bipin Rawat’s Funeral: রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হবে বিপিন রাওয়াতকে, শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষও

Last Rite of Bipin Rawat: ভারতীয় বায়ুসেনার তরফে বুধবারই হেলিকপ্টার দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও, এখনও অবধি মাত্র তিনজনের দেহই শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।

Bipin Rawat's Funeral: রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হবে বিপিন রাওয়াতকে, শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষও
সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। ছবি: ফাইল চিত্র
| Edited By: | Updated on: Dec 10, 2021 | 7:48 AM
Share

নয়া দিল্লি: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হবে দেশের প্রথম প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত(Bipin Rawat)-কে। বুধবার তামিলনাড়ু(Tamil Nadu)-র কুন্নুরে সামরিক হেলিকপ্টার ভেঙে পড়ায় (Army Helicopter Crash) সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়াত সহ ১৩ জন সেনাকর্মীর মৃত্যু হয়। দুর্ঘটনায় একমাত্র রক্ষা পান উইং কম্যান্ডার বরুণ সিং।

বুধবার রাতেই জানিয়ে দেওয়া হয়েছিল, বৃহস্পতিবার বিপিন রাওয়াত সহ দুর্ঘটনায় নিহত ১৩ জনের দেহ দিল্লিতে আনা হবে। শুক্রবার পূর্ণ সম্মানের সঙ্গে তাদের দেহ সৎকার করা হবে। গতকাল ওয়েলিংটনের মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টারে শেষ শ্রদ্ধা জানানো হয় সস্ত্রীক বিপিন রাওয়াত সহ নিহত সেনা কর্মীদের। এরপর দেহ নিয়ে যাওয়া হয় সুলুর ঘাঁটিতে। পালাম টেকনিক্যাল এয়ারপোর্ট হয়ে সন্দে সাতটার পর দিল্লি পৌঁছয় নিহতদের দেহ।

শুক্রবার সকালে বাড়িতেই শায়িত থাকবে দেশের প্রথম সিডিএস ও তাঁর স্ত্রীর দেহ। সেখানে বেলা ১১ টা থেকে সাড়ে১২টা অবধি শ্রদ্ধা জানাতে পারবে সাধারণ মানুষ। এরপর দুপুর দেড়টা অবধি সামরিক বাহিনীর সদস্যরা জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীকে শেষশ্রদ্ধা জানাতে আসবেন। দুপুর দুটো নাগাদ কামরাজ মার্গ থেকে শেষযাত্রা শুরু হবে, ব্রার স্কোয়ার শ্মশান অবধি বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।

বিকেল চারটের সময় রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে দেশের প্রথম সিডিএস জেনারেলের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে সরকারি সূত্রে। ব্রিগগেডিয়ার এলএস লিড্ডারের শেষকৃত্য এদিন সকাল ৯টার মধ্যেই সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

ভারতীয় বায়ুসেনার তরফে বুধবারই হেলিকপ্টার দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও, এখনও অবধি মাত্র তিনজনের দেহই শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ও ব্রিগেডিয়ার লিড্ডারকেই চিহ্নিত করা সম্ভব হয়েছে, বাকিদের দেহ এতটাই পুড়ে গিয়েছে যে খালি চোখে চেনা সম্ভব নয়। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, দেহ নিশ্চিতভাবে শনাক্তকরণের পরই তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে।  আপাতত দেহগুলি আর্মি বেস হাসপাতালের মর্গেই রাখা থাকবে।

গতকাল সন্ধ্যে ৭ টা ৪০ মিনিটে দিল্লিতে এসে পৌঁছয় সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের দেহ বহনকারী C130-J সুপার হারকিউলিস বিমান। পালাম বিমানঘাঁটিতে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

নিহত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত মৃতদের পরিবারে সঙ্গেও কথা বলেন। দেশের প্রথম সিডিএসকে শেষ শ্রদ্ধা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও তিন বাহিনীর প্রধান।