Russian Girl: অ্যাকাউন্টে ২০০ টাকাও নেই! ছেলেকে নিয়ে কোথায় গেলেন চন্দননগরের রুশ-বধূ ভিক্টোরিয়া? সুপ্রিম কোর্টে বড় তথ্য জানাল কেন্দ্র

Russian Girl: শিশুকে খুঁজে বের করে তাঁর বাবা সৈকত বসুর কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এছাড়াও, অবিলম্বে রাশিয়ান নাগরিক ভিক্টোরিয়া বসুর পাসপোর্ট বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে।

Russian Girl: অ্যাকাউন্টে ২০০ টাকাও নেই! ছেলেকে নিয়ে কোথায় গেলেন চন্দননগরের রুশ-বধূ ভিক্টোরিয়া? সুপ্রিম কোর্টে বড় তথ্য জানাল কেন্দ্র
রাশিয়ান বধূ-কাণ্ডে আপডেট Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 18, 2025 | 5:18 PM

নয়া দিল্লি: চন্দননগরের বসু পরিবারের পুত্রবধূ ভিক্টোরিয়াকে খুঁজতে ইতিমধ্যেই লুকআউট নোটিস জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নোটিস জারি হয়েছে বলে শুক্রবার শীর্ষ আদালতে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। রাশিয়ান যুবতী ভিক্টোরিয়া তাঁর পাঁচ বছরের সন্তানকে নিয়ে কোথায় উধাও হয়ে গেলেন? তা অবিলম্বে খুঁজে বের করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ওই নির্দেশ দেওয়ার পর শুক্রবার কেন্দ্রের তরফ থেকে জানানো হল সব তথ্য।

এদিন কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানান, এখনও বৈধ পথে দেশ ছেড়ে পালাতে পারেননি ভিক্টোরিয়া। সারা দেশের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্থলবন্দরের তথ্য খতিয়ে দেখে তৈরি করা হয়েছে রিপোর্ট। চন্দননগরের গুপ্তচর সন্দেহভাজন রাশিয়ান বধূর মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ দিল্লি পুলিশকে অবিলম্বে মা-ছেলেকে খুঁজে বের করার নির্দেশ দিয়ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও বিদেশ মন্ত্রককেও বিষয়টিতে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছিল। এদিন ফের একবার আদালত বলল, যাতে রাশিয়ান দূতাবাস তদন্তে সাহায্য করে, তা দেখতে হবে।

এদিকে গত ১০ জুলাই রাশিয়া থেকে ভিক্টোরিয়ার মা পাল্টা অভিযোগ জানিয়েছেন। তাঁর দাবি, মেয়ে ভিক্টোরিয়া দিল্লিতে নিখোঁজ হয়ে গিয়েছেন, তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। রাশিয়ান দূতাবাসের যে আধিকারিক ভিক্টোরিয়ার সঙ্গে যোগাযোগ রাখছিলেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে এদিন ফের জোর দেন বিচারপতি সূর্য কান্ত। ভিক্টোরিয়া কোনওভাবে দূতাবাসের আধিকারিকদের সহযোগিতায় কোনও দ্বিতীয় পাসপোর্ট ব্যবহার করেছেন কি না, তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

দিল্লি এবং এনসিআর এলাকার সব এক্সিট পয়েন্টের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত থানার এসএইচও-কে মেসেজ করা হয়েছে, দেশের সমস্ত জেলার পুলিশ সুপারকেও সতর্ক করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ভিক্টোরিয়ার কল রেকর্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্ট। কেন্দ্র জানিয়েছে, ভিক্টোরিয়ার অ্যাকাউন্টে ২০০ টাকারও কম অর্থ আছে। ওই টাকায় কীভাবে গত ১১ দিন ধরে ছেলেকে নিয়ে জীবনযাপন করছেন, সেটাই সবথেকে বড় প্রশ্ন।

দিল্লিতে যে ঠিকানায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ভিক্টোরিয়া, সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। গত ৭ জুলাই দুপুর ২টো ২০ মিনিটে শেষবার বাড়ির সামনে দেখা গিয়েছিল ভিক্টোরিয়াকে। গত ৭ জুলাই থেকে স্কুলেও যায়নি ভিক্টোরিয়া ও সৈকতের ছেলে। কেন্দ্র আর জানিয়েছে, গত ৫ জুলাই রাশিয়ান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিলেন ভিক্টোরিয়া, স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন।

পরবর্তী শুনানি আগামী সোমবার। তার আগে অর্থাৎ আগামী ২ দিন ধরে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছে আদালত। তদন্ত কোন পর্যায়ে আছে, সেই বিষয়ে স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রকে।

ভিক্টোরিয়ার স্বামী অর্থাৎ সৈকত বসু ও তাঁর পরিবারের সন্দেহ, গুপ্তচরবৃত্তি করতে ভারতে এসেছিলেন ভিক্টোরিয়া। তাঁরা বিয়ের পর জানতে পারেন, ভিক্টোরিয়ার বাবা রাশিয়ার গুপ্তচর সংস্থার কর্মী। শুধু তাই নয়, ছেলেকে অত্যাচার করার অভিযোগও রয়েছে ওই রুশ মহিলার বিরুদ্ধে।