India-Canada Row: ২৪ ঘণ্টা নজরদারি, ভয় দেখানো! ভারতীয়দের সঙ্গে এ কী করছে কানাডা সরকার? ভয়ঙ্কর তথ্য এল সামনে

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 03, 2024 | 10:13 AM

India-Canada Row: ২০২৩ সালের সেপ্টেম্বরে কানাডায় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের পর থেকেই হঠাৎ দুই দেশের সম্পর্কের অবনতি হতে থাকে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংসদে দাঁড়িয়ে বলেন যে  নিজ্জরের হত্যায় ভারতের সক্রিয় যোগ রয়েছে। এরপরই বিতর্ক, কূটনৈতিক টানাপোড়েন।

India-Canada Row: ২৪ ঘণ্টা নজরদারি, ভয় দেখানো! ভারতীয়দের সঙ্গে এ কী করছে কানাডা সরকার? ভয়ঙ্কর তথ্য এল সামনে
ভারত-কানাডার বিরোধ চরমে।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: বাড়ছে দ্বন্দ্ব, আরও জটিল হচ্ছে ভারত-কানাডার সম্পর্ক। এবার ভারত সরকার মারাত্মক অভিযোগ আনল কানাডার বিরুদ্ধে। ও দেশে থাকা ভারতীয় দূতাবাসের কর্মীদের উপরে নজরদারি চালানো, তাদের ভয় দেখানোর অভিযোগ করা হল।

২০২৩ সালের সেপ্টেম্বরে কানাডায় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের পর থেকেই হঠাৎ দুই দেশের সম্পর্কের অবনতি হতে থাকে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংসদে দাঁড়িয়ে বলেন যে  নিজ্জরের হত্যায় ভারতের সক্রিয় যোগ রয়েছে। এরপরই বিতর্ক, কূটনৈতিক টানাপোড়েন। সম্প্রতিই কানাডার এক মন্ত্রী দাবি করেন, কানাডায় খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের উপরে হামলার পিছনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত রয়েছে।

শনিবার সাংবাদিক বৈঠক করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই অভিযোগকে ভিত্তিহীন ও সম্পূর্ণ মিথ্যা বলেই উড়িয়ে দেন। এই ধরনের মন্তব্যের প্রভাব পড়বে দ্বিপাক্ষিক সম্পর্কে, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, “আমাদের দূতাবাসের কয়েকজন কর্মী সম্প্রতিই কানাডা সরকারের থেকে জানতে পেরেছেন যে তাদের উপরে ক্রমাগত নজরদারি করা হচ্ছে। এমনকী তাদের কথাবার্তাও শোনা হচ্ছে”। কানাডা সরকারকে সতর্ক করেই মুখপাত্র বলেন, “কোনও যুক্তিতেই কানাডা সরকার এই সত্য অস্বীকার করতে পারে না যে এটা হেনস্থা ও ভয় দেখানো। আমাদের কূটনীতিক ও দূতাবাসের কর্মীরা এমনিই ভয়ঙ্কর পরিস্থিতিতে কাজ করছেন।”

Next Article