AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railway: রেলের সাড়ে ৩২ হাজার কোটি টাকার ৭টি প্রকল্পে ছাড়পত্র কেন্দ্রের

এই সব প্রকল্পগুলি সম্পূর্ণ হলে রেলের নেটওয়ার্ক আরও বৃদ্ধি পাবে এবং দেশের আরও কয়েকটি প্রান্তে রেলের পরিষেবা পৌঁছে যাবে বলে জানা গিয়েছে।

Indian Railway: রেলের সাড়ে ৩২ হাজার কোটি টাকার ৭টি প্রকল্পে ছাড়পত্র কেন্দ্রের
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Aug 16, 2023 | 5:51 PM
Share

নয়াদিল্লি: রেলের বিভিন্ন প্রকল্প রূপায়ণের জন্য সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা এই অনুমোদন দিয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই রেলের প্রকল্পের অনুমোদনের বিষয়টি জানিয়েছেন। রেলের এই সাতটি মাল্টি ট্রাকিং প্রকল্পের জন্য খরচ হবে প্রায় ৩২ হাজার ৫০০ কোটি টাকা। এই সব প্রকল্পগুলি সম্পূর্ণ হলে রেলের নেটওয়ার্ক আরও বৃদ্ধি পাবে এবং দেশের আরও কয়েকটি প্রান্তে রেলের পরিষেবা পৌঁছে যাবে বলে জানা গিয়েছে।

এই প্রকল্পের বিষয়ে রেলমন্ত্রী জানিয়েছেন, ইঞ্জিনিয়ারিং, প্রোকিউরমেন্ট এবং কনস্ট্রাকশন (ইপিসি) মডেলে এই প্রকল্পগুলির রূপায়ণ হবে। এর মধ্যে যেমন নতুন রেললাইন নির্মাণ রয়েছে, তেমনই রয়েছে রেললাইনের বৈদ্যুতিককরণের কাজ, এর পাশাপাশি রেললাইনের সম্প্রসারণের কাজও রয়েছে। এই সব প্রকল্প রূপায়িত হওয়ার পর ২ হাজার ৩৩৯ কিলোমিটার নতুন রেলপথ রেলের নেটওয়ার্কে অন্তর্ভুক্ত হবে। এর পাশাপাশি রেল ব্যবস্থা পরিচালনার মসৃণতাও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন রেলমন্ত্রী।

এই প্রকল্পগুলি দেশের ৩৫টি জেলা ছড়িয়ে থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। অন্ধ্র প্রদেশ, বিহার, গুজরাট, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ওড়িশা, তেলঙ্গানা, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গে হবে এই সব প্রকল্প।