Govt on US Tariff: ট্রাম্পের শুল্কের প্রভাব পড়বে না, নতুন স্কিম ঘোষণা করতে পারে সরকার: সূত্র

Relief Package: সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার রফতানিকারকদের জন্য রিলিফ প্যাকেজ ঘোষণা করতে পারে। আমেরিকার চড়া শুল্কের কারণে যাদের পণ্য রফতানি ধাক্কা খাচ্ছিল, তারা এই রিলিফ প্যাকেজের সুবিধা পাবেন।  

Govt on US Tariff: ট্রাম্পের শুল্কের প্রভাব পড়বে না, নতুন স্কিম ঘোষণা করতে পারে সরকার: সূত্র
ট্রাম্পের শুল্কের পাল্টা চাল?Image Credit source: PTI

|

Sep 05, 2025 | 1:12 PM

নয়া দিল্লি: জিএসটির (GST) হার কমিয়ে মধ্যবিত্তকে অনেকটাই স্বস্তি দিয়েছে কেন্দ্র। এবার ব্যবসায়ী, রফতানিকারকদের জন্যও সুখবর শোনাতে পারে কেন্দ্র। জল্পনা এমনটাই। সূত্রের খবর, আমেরিকার চাপানো শুল্কে ব্যবসায়ীরা, যারা ধাক্কা খেয়েছেন, তাদের জন্য মোদী সরকার বিশেষ ছাড় ঘোষণা করতে পারে। 

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার রফতানিকারকদের জন্য রিলিফ প্যাকেজ ঘোষণা করতে পারে। আমেরিকার চড়া শুল্কের কারণে যাদের পণ্য রফতানি ধাক্কা খাচ্ছিল, তারা এই রিলিফ প্যাকেজের সুবিধা পাবেন।

সরকারের তরফে এখনও কোনও ঘোষণা না করা হলেও, জানা গিয়েছে ইতিমধ্যেই কেন্দ্রীয় আধিকারিকরা আলোচনা করছেন রিলিফ প্যাকেজ নিয়ে। শীঘ্রই নতুন প্রকল্প ঘোষণা করা হতে পারে ভারতের রফতানিকারকদের জন্য।

ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক চাপানোয় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বস্ত্র শিল্প। এছাড়া চামড়ার পণ্য, জুতো, কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং পণ্য, কৃষি পণ্য, গহনা, গ্রহরত্ন, চিংড়ি মাছ রফতানিও  ব্যাপক ধাক্কা খেয়েছে। রফতানির মাধ্যমে দেশের যে বিপুল আয় হয়, তার মধ্যে অনেকটাই এই শিল্পগুলি থেকে আসত। ৫০ শতাংশ শুল্ক কার্যকর হতেই, সেই শিল্প বাণিজ্যগুলিতে প্রভাব পড়েছে। কারোর অর্ডার বাতিল হয়ে গিয়েছে, কাউকে আবার অতিরিক্ত খরচ নিজের পকেট থেকে।

অতিরিক্ত শুল্কের চাপে আমেরিকার বাজারে ভারতীয় সংস্থাগুলির বাণিজ্য করা কঠিন হয়ে উঠছে। আগামিদিনে ভারতের সংস্থাগুলির কাছে কম অর্ডার আসতে পারে বা চাহিদা কমতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

সূত্রের খবর, ছোট ও মাঝারি রফতানিকারকদের জন্য সরকার বিশেষ ছাড় ঘোষণা করতে পারে। কিংবা ক্রেডিট পাওয়ার পদ্ধতি আরও সহজ করা হতে পারে। সরকারি সূত্রে খবর, কোডিভ-১৯ র সময় যেমন রিলিফ প্ল্যান ঘোষণা করেছিল, সেই ধরনের কোনও মডেল ঘোষণা করতে পারে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প সেক্টরে ইতিমধ্যেই ২০ লক্ষ কোটির প্য়াকেজ ঘোষণা করেছে ব্যবসা চালু রাখতে।