COVID-19 Advisory: ৫ হাজারের দোরগোড়ায় করোনা, কখন করোনা পরীক্ষা করাবেন? জানিয়ে দিল কেন্দ্র
COVID-19 Advisory: আবার আগের মতো করোনা আতঙ্ক ফিরছে। ১০ দিনেই ১৫ গুণের বেশি সংক্রমণ বেড়েছে। যাতে করোনার আগের ঢেউগুলির মতো সংক্রমণ ভয়ঙ্কর রূপ ধারণ না করে, তার জন্য একাধিক স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলা হয়েছে।

নয়া দিল্লি: ফের একবার উদ্বেগ বাড়াচ্ছে করোনা। দেশে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। আর সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তেই কেন্দ্রের তরফে জারি করা হল সতর্কবিধি। করোনা সংক্রমণ এড়াতে নানা সতর্কতা জারি করা হল।
আবার আগের মতো করোনা আতঙ্ক ফিরছে। ১০ দিনেই ১৫ গুণের বেশি সংক্রমণ বেড়েছে। দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৪৮৬৬। আক্রান্তের নিরিখে সারা দেশে প্রথম স্থানে রয়েছে কেরল, সেখানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৪৮৭। এরপরই রয়েছে দিল্লি, যেখানে আক্রান্তের সংখ্যা ৫৬২। এরপরই রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৩৮। একদিনেই ১০৬ জন রোগী করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যে।
যাতে করোনার আগের ঢেউগুলির মতো সংক্রমণ ভয়ঙ্কর রূপ ধারণ না করে, তার জন্য একাধিক স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলা হয়েছে। এগুলি হল-
- বাজার, ভিড় এলাকা, হাসপাতালে ১ মিটার দূরত্ব বজায় রাখার পরামর্শ
- কোভিড আবহে করমর্দন, কোলাকুলি নয়
- বাড়ির মধ্যে সামাজিক অনুষ্ঠান এড়ানোর পরামর্শ
- বাড়ির মধ্যে বাইরের লোকের প্রবেশ নয়
- জল-সাবান দিয়ে প্রতিনিয়ত হাত পরিষ্কার
- জল-সাবান ছাড়া স্যানিটাইজারের ব্যবহারে জোর
- হাঁচি-কাশির সময় রুমাল দিয়ে নাক-মুখ ঢাকুন
- ব্যবহৃত রুমাল, টিস্যু ডাস্টবিনে ফেলুন
- চোখ, নাখ, মুখ স্পর্শ করার আগে হাত ধোন
- জ্বর, সর্দি, শ্বাসকষ্টে চিকিৎসকের পরামর্শ নিন
- জ্বর-কাশির উপসর্গ যুক্ত ব্যক্তির সঙ্গে দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।
কোভিড সংক্রান্ত তথ্য জানতে 011-23978036 হেল্পলাইন নম্বরে ফোন করে পরামর্শ নিতে বলা হয়েছে।
কাদের কোভিড পরীক্ষা করাতে হবে, তাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র জানিয়েছে-
- দু’সপ্তাহের মধ্যে বিদেশ থেকে ফিরে যদি জ্বর, সর্দি, কাশির উপসর্গ দেখা যায়,
- করোনার কোনও উপসর্গ দেখা দিলে, সবস্তরের স্বাস্থ্যকর্মীদের করোনা পরীক্ষা করাতে বলা হয়েছে।
- এছাড়া কোভিড পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদেরও করোনা পরীক্ষা করাতে বলা হয়েছে।
- আক্রান্তের সঙ্গে একই ঘরে বসবাসকারী ব্যক্তিকেও করোনা পরীক্ষা করতে বলা হয়েছে।
- যাদের শ্বাসকষ্ট বা ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ দেখা যাচ্ছে, তাদের অবিলম্বে করোনা পরীক্ষা করতে পরামর্শ দেওয়া হয়েছে।
- হাই রিস্ক কোভিড পজিটিভের সংস্পর্শে আসা ব্যক্তির উপসর্গ না থাকলেও, ৫ দিন এবং ১৪ দিনের মাথায় কোভিড টেস্টের পরামর্শ দেওয়া হয়েছে।

