বয়স ৯১, আরও ১ বছর অ্যাটর্নি জেনারেল পদেই কেকে বেণুগোপাল!

২০১৭ সালের পয়লা জুলাই মুকুল রোহাতগির পরিবর্তে অ্যাটর্নি জেনারেল হয়ে এসেছিলেন কেকে বেণুগোপাল।

বয়স ৯১, আরও ১ বছর অ্যাটর্নি জেনারেল পদেই কেকে বেণুগোপাল!
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jun 28, 2021 | 1:24 PM

নয়া দিল্লি: আরও ১ বছর অ্যাটর্নি জেনারেল পদেই বহাল থাকবেন কেকে বেণুগোপাল (KK Venugopal)। বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত জানা গিয়েছে, কেন্দ্র খুব তাড়াতাড়ি এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। অ্যাটর্নি জেনারেল অব ইন্ডিয়া একটি সাংবিধানিক পদ। এই পদে আসীন ব্যক্তিই দেশের সর্বোচ্চ আইনি আধিকারিক। বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের হয়ে আদালতে সওয়াল জবাব করেন তিনি।

কেকে বেণুগোপাল দেশের ১৫-তম অ্যাটর্নি জেনারেল। ২০১৭ সালের পয়লা জুলাই মুকুল রোহাতগির পরিবর্তে অ্যাটর্নি জেনারেল হয়ে এসেছিলেন কেকে বেণুগোপাল। হিসেব মতো তাঁর ৩ বছরের মেয়াদ ফুরিয়েছে। এর আগেও ওই পদে তাঁর মেয়াদ বাড়িয়েছিল কেন্দ্র। ৯১ বছর বয়সী কেকে বেণুগোপাল কেন্দ্রের কাছে তাঁর বয়সজনিত কারণে অবসরের আর্জিও জানিয়েছেন। কেন্দ্র পাল্টা অনুরোধ করেছে তাঁর মেয়াদ বৃদ্ধির। জানা গিয়েছে, বেণুগোপাল স্রেফ ১ বছর মেয়াদ বৃদ্ধিতে রাজি হয়েছেন।

এর আগে সলিসিটর জেনারেল তুষার মেহতারও মেয়াদ ৩ বছর বাড়িয়েছিল কেন্দ্র। উল্লেখ্য, কেকে বেণুগোপাল এখন কেন্দ্রের হয়ে একাধিক সাংবিধানিক লড়াই লড়ছেন। একাধিক আদালতে অনুচ্ছেদ ৩৭০, কেন্দ্রের করোনা নীতি ও অন্যান্য মামলায় প্রতিনিধিত্ব করছেন বেণুগোপাল। ২০১৮ সালে তিনি রাফাল ও আধার ইস্যুতে কেন্দ্রের হয়ে সফলভাবে আইনি লড়াই জিতেছেন।

১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব লয়ার্সের সভাপতি ছিলেন কেকে বেণুগোপাল। ভুটানের সংবিধান তৈরির জন্য রয়্যাল গভর্নমেন্ট অব ভুটানের অংশ ছিলেন তিনি। মোরারজি দেশাই সরকারের সময়ও অতিরিক্ত সলিসিটর জেনারেল পদে ছিলেন কেকে বেণুগোপাল। ২জি স্পেক্ট্রাম মামলায় সুপ্রিম কোর্টকে সহায়তা করেছেন তিনি। এ ছাড়া বাবরি মসজিদ মামলায় বিজেপি নেতা এলকে আডবাণীর হয়েও লড়েছেন বেণুগোপাল।

আরও পড়ুন: জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা, পুলওয়ামাতে শহিদ পুলিশের স্ত্রীর পর মৃত্যু মেয়েরও