নয়া দিল্লি: ফাঁস হয়ে যাচ্ছে আপনার সমস্ত গোপন তথ্য। ফোনের কনট্যাক্টস থেকে শুরু করে কল হিস্ট্রি, কল রেকর্ড, ক্যামেরা- যাবতীয় তথ্য নিমেষে ফাঁস হয়ে যাচ্ছে। এর নেপথ্য়ে রয়েছে একটি অ্যান্ড্রয়েড ম্যালওয়ার ‘দাম’। কেন্দ্রীয় সাইবার সিকিউরিটির তরফে জানানো হয়েছে, এই ম্যালওয়ার (Malware) মোবাইল ফোনে ঢুকে পড়ছে এবং যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে। এই ম্যালওয়ার নিয়েই সতর্ক করা হল কেন্দ্রের তরফে। ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (Indian Computer Emergency Response Team) বা সিইআরটি-র তরফে জানানো হল, এই ভাইরাস অ্য়ান্টি-ভাইরাস প্রোগ্রাম(Anti-Virus Program)-কেও এড়াতে পারে এবং নিশানা করা ডিভাইসে র্যানসমওয়ার ছড়িয়ে দিতে পারে।
সাইবার হানা, ফিশিং, অনলাইন হ্য়াকিং, হুমকি-র মতো যাবতীয় সাইবার অপরাধের প্রতিরোধ করার জন্য কেন্দ্রের তরফে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম তৈরি করা হয়েছে। কেন্দ্রের সাইবার সিকিউরিটির তরফে জানানো হয়েছে, সম্প্রতি একটি ম্যালওয়ার ভাইরাস ছড়িয়ে পড়েছে। বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট বা অসুরক্ষিত সূত্র থেকে অ্য়াপ্লিকেশনের মাধ্যমে অ্যান্ড্রয়েড বটনেট মোবাইলে ছড়িয়ে পড়ছে।
মোবাইলে একবার ম্য়ালওয়ার ঢুকে পড়ার পর তা সহজেই সিকিউরিটি স্তর এড়িয়ে যাচ্ছে। এরপর ফোনে থাকা যাবতীয় গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথি চুরি করে নিচ্ছে। ফোনের কল হিস্ট্রি থেকে শুরু করে বুকমার্ক, কল লগ, যাবতীয় নথিই চুরি করে অনলাইনে ফাঁস করে দেওয়া হচ্ছে। এমনকী, ফোনের ক্য়ামেরার অ্যাক্সেসও থাকছে এই ম্যালওয়ারের কাছে। স্ক্রিনশট নেওয়া, এসএমএস চুরি, ফাইল আপলোড, ডাউনলোড ও পাসওয়ার্ড বদল করে দেওয়ার মতো ক্ষমতাও রয়েছে এই ম্যালওয়ারের। এনক্রিপটেড তথ্যও হাতিয়ে নিতে পারে এই ম্যালওয়ার।
দাম নামক এই ম্য়ালওয়ারের হাত থেকে বাঁচতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে-