Chandigarh Man: স্কুটারের দাম ৭১ হাজার, নম্বর প্লেট ১৫ লক্ষ টাকা! ব্যক্তির কাণ্ডে মাথায় হাত সকলের

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Apr 18, 2022 | 7:54 PM

Number Plate: স্কুটার কেনাতেই তিনি শুধু থেমে থাকেননি। গাড়ি নম্বর প্লেটে নিজের পছন্দের সংখ্যার জন্যও তাঁর শখ বাঁধ ভেঙেছে। তাই তিনি ১৫ লক্ষ ৪৪ হাজার টাকা খরচ করে গাড়ির নম্বর প্লেট বেছে নিয়েছেন।

Chandigarh Man: স্কুটারের দাম ৭১ হাজার, নম্বর প্লেট ১৫ লক্ষ টাকা! ব্যক্তির কাণ্ডে মাথায় হাত সকলের
ছবি: গ্রাফিক্স অভীক দেবনাথ

Follow Us

চণ্ডীগঢ়: এমন কিছু সংখ্যা রয়েছে, যার সঙ্গে অনেক ব্যক্তির নাম ওতপ্রোতভাবে জড়িয়ে দিয়েছে। যেমন সাবীললভাবেই বিশ্ব বিখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) নামের সঙ্গে ৭ অথবা শাহরুখ খানের (Shahrukh Khan) গাড়ির সঙ্গে ৫৫৫ নম্বর জড়িয়ে গিয়েছে। এই রকম অনেক উদাহরণ রয়েছে। মূলত সেলিব্রিটিদের মধ্যে সংখ্যাতত্ত্ব মেনে চলার এই সংস্কার দেখা যায়। কিন্তু একটি নম্বরের সমস্ত অধিকার নিজের দখলে করে নেওয়ার জন্য একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ কতদূর যেতে পারেন? কল্পনা করতে পারছেন না তো? ব্রিজ মোহন নামে চণ্ডীগঢ়ের এক ব্যক্তি নিজের পছন্দের সংখ্যার জন্য গাঁটের কড়ি খরচ করতে দ্বিতীয়বার ভাবেননি। পছন্দের সংখ্যার জন্য ওই পকেট থেকে মোটা টাকা খসিয়েছেন। স্কুটারের নম্বর প্লেটের জন্য ব্রিজ মোহন ১৫ লক্ষ ৪৪ হাজার টাকা খরচ করেছেন। ৪২ বছর বয়সী ওই ব্যক্তির কাণ্ড রাতারাতি সংবাদ শিরোনামে এনে দিয়েছে। শখ করে ৭১ হাজার টাকা দিয়ে তিনি একটি হন্ডা অ্যাক্টিভা (Honda Activa Scooter) স্কুটার কিনেছিলেন।

স্কুটার কেনাতেই তিনি শুধু থেমে থাকেননি। গাড়ি নম্বর প্লেটে নিজের পছন্দের সংখ্যার জন্যও তাঁর শখ বাঁধ ভেঙেছে। তাই তিনি ১৫ লক্ষ ৪৪ হাজার টাকা খরচ করে গাড়ির নম্বর প্লেট বেছে নিয়েছেন। গাড়ির দামের থেকে প্রায় ২০ গুণ টাকা খরচ করে তিনি ‘সিএইচ ০১-সিজে ০০০১’ নম্বর প্লেট বেছে নিয়েছেন। ১৪ এপ্রিল সিএইচ ০১-সিজে সিরিজের বেশ কিছু গাড়ির নম্বর নিলামে তুলেছিল পরিবহণ দফতর। জানা গিয়েছে, বিলাবহুল গাড়ির ক্ষেত্রে নম্বর নিলামে তোলার এই পদ্ধতি চালু রয়েছে। যাঁরা কোটি কোটি টাকা খরচ করে বিলাসবহুল গাড়ি কেনেন, তাদের কাছে নম্বরের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা কোনও ব্যপারই নয়। তবে কোনও স্কুটারের জন্য পছন্দের নম্বর কিনতে এত টাকা খরচ করার নজির আগে নেই, এমনটাই জানিয়েছেন পরিবহণ দফতরের কর্তারা। যে এই অবাক করা কাণ্ড যিনি করেছেন, ব্রিজমোহন নামে সেই ব্যক্তি জানিয়েছেন, এখন স্কুটারে নম্বর প্লেট লাগানো থাকলেও পরবর্তীকালে নিজের গাড়িতে তিনি এই নম্বর প্লেট লাগাবেন।

আরও পড়ুন Nitish Kumar On Azaan: ‘যাঁরা আজানের বিরোধিতা করে, তাদের…’, কেন এমন বললেন বিজেপির জোট সঙ্গী নীতীশ কুমার?

Next Article