Chandrababu Naidu: আপাতত মুক্তি নয় চন্দ্রবাবুর, বাড়ল হাজতবাসের মেয়াদ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 03, 2023 | 3:11 PM

Chandrababu Naidu: এফআইআর খারিজ করার আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন চন্দ্রবাবু নাইডু। তাঁর আর্জির বিরোধিতা করে মুকুল রোহতাগি দাবি করেছেন, আইন অনুযায়ী সেই সুযোগ নেই।

Chandrababu Naidu: আপাতত মুক্তি নয় চন্দ্রবাবুর, বাড়ল হাজতবাসের মেয়াদ
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন চন্দ্রবাবু।
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: দুর্নীতির মামলায় মুক্তি পাচ্ছেন না অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সুপ্রিম কোর্টে কোনও অন্তর্বর্তী জামিন পেলেন না তিনি। কয়েক কোটি টাকার দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে জেলবন্দি রয়েছেন তেলেগু দেশম পার্টির এই নেতা। আরও ৬ দিন জেল হেফাজতের মেয়াদ বাড়ানো হয়েছে চন্দ্রবাবুর।

আগামী সপ্তাহের সোমবার অর্থা ৯ অক্টোবর ফের এই মামলার শুনানি হবে। বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ অন্ধ্র প্রদেশ সরকারের আইনজীবী মুকুল রোহতাগিকে নির্দেশ দিয়েছে, যাতে মামলার সঙ্গে সম্পর্কিত সব নথি সুপ্রিম কোর্টে পেশ করা হয়। হাইকোর্টে যা যা তথ্য ও প্রমাণ পেশ করা হয়েছে, সেগুলো সব পেশ করতে বলা হয়েছে।

তাঁর বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজ করার আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন চন্দ্রবাবু নাইডু। তাঁর আর্জির বিরোধিতা করে মুকুল রোহতাগি দাবি করেছেন, আইন অনুযায়ী সেই সুযোগ নেই। অন্যদিকে, এই অভিযোগকে সম্পূর্ণ রাজনৈতিক বলে দাবি করেছেন চন্দ্রবাবু নাইডুর পক্ষের আইনজীবী হরিশ সালভে।

গ্রেফতার হওয়ার পর প্রথমে হাইকোর্টের দ্বারস্থ হন চন্দ্রবাবু। কিন্তু অন্ধ্র প্রদেশ হাইকোর্ট প্রাক্তন মুখ্যমন্ত্রীর আর্জি খারিজ করে দেয়। আদালতের যুক্তি ছিল, তদন্ত যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, তখন আদালত তাতে হস্তক্ষেপ করতে পারবে না। এরপর সুপ্রিম কোর্টে আর্জি জানান তিনি।

বর্তমানে অন্ধ্র প্রদেশের রাজা মহেন্দ্রভরম সেন্ট্রাল জেলে রয়েছেন চন্দ্রবাবু। ৩৭১ কোটির দুর্নীতির মামলায় নাম রয়েছে চন্দ্রবাবুর। ‘স্কিল ডেভেলপমেন্ট স্ক্যাম’ নামে পরিচিত ওই দুর্নীতি। তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন যুবক-যুবতীদের ট্রেনিং দেওয়ার জন্য এক সংস্থার সঙ্গে চুক্তি হয়। সেই নিয়েই অভিযোগ। ৩৭১ কোটি টাকা ভুয়ো সংস্থায় খাটানো হয়েছে বলে অভিযোগ উঠেছিল।

Next Article