AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Husband-Wife: বউ শুধু রিল বানায়, ক্ষোভে চরম সিদ্ধান্ত মদ্যপ স্বামীর!

Crime News India: বউ শুধু রিল বানিয়ে ইনস্টাগ্রামে আপলোড করেন! বউয়ের এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে সেই ব্যক্তিকে। স্বামী সে সময় মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ স্ত্রীর।

Husband-Wife: বউ শুধু রিল বানায়, ক্ষোভে চরম সিদ্ধান্ত মদ্যপ স্বামীর!
Image Credit: Getty Images Creative
| Updated on: Jun 22, 2025 | 9:55 PM
Share

অসহিষ্ণুতা! নাকি দীর্ঘদিনের অন্য কোনও জমা রাগ। এমন প্রশ্নই উঠছে একটি ঘটনা ঘিরে। ২৬ বছরের এক ব্যক্তি তাঁর স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করেছেন। এর কারণ, বউ শুধু রিল বানিয়ে ইনস্টাগ্রামে আপলোড করেন! বউয়ের এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে সেই ব্যক্তিকে। স্বামী সে সময় মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ স্ত্রীর। পুলিশ পুরো ঘটনাটির তদন্ত করছে।

চেন্নাইয়ের কোরুকুপেট এলাকার ঘটনা। ২৬ বছরের শঙ্কর দিন মজুর। স্ত্রীর বয়স ২২ বছর। তিনিও একটি পোশাকের দোকানে কাজ করেন। পুলিশ সূত্রে খবর, শঙ্করের স্ত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে, ইনস্টাগ্রামে নিয়মিত রিল আপলোড করেন। এই বিষয়টি পছন্দ নয় তাঁর স্বামী শঙ্করের। এই নিয়ে মাঝে মধ্য়েই দু-জনের মধ্যে প্রচণ্ড ঝামেলা হত বলে খবর।

এত ঝামেলার পরও রিল বানানো অবশ্য থামাননি। সোশ্যাল মিডিয়ায় অনেকেরই নানা পছন্দ থাকে। তেমনই শঙ্করের স্ত্রীর রিল বানানো পছন্দ। সেটাই যে বড়রকমের সমস্যার কারণ হয়ে উঠবে, সেটার আন্দাজ কিছুটা করেছিলেন। স্বামীর সঙ্গে নিয়মিত এই নিয়ে ঝামেলা হলেও রিল বানানো বন্ধ করেননি। ইনস্টাগ্রামে নিয়মিত রিল আপলোড করতে থাকেন। কিন্তু গত বৃহস্পতিবার ফের একবার ঝামেলা হয়। সূত্রের খবর, মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছিলেন শঙ্কর। এসে দেখেন, স্ত্রী ইনস্টাগ্রামে রিল দেখছেন। এই নিয়েই ফের ঝামেলা শুরু হয়ে যায়। কার্যত হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। মেজাজ হারিয়ে ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করেন শঙ্কর।

এই ঘটনায় স্ত্রী আহত হন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে আসেন। তাঁরাই শঙ্করের স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান। সেই অবস্থাতেই পুলিশে অভিযোগ দায়ের করেন। শঙ্করকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর তাঁকে কোর্টে পেশ করা হয়। শঙ্করকে জেলে পাঠানো হয়েছে।