Chhatisgarh CM: ছত্তীসগঢ়ের মসনদে বিষ্ণু দেও সাই, জেনে নিন নতুন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক পথ-চলা

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 10, 2023 | 5:45 PM

Vishnu Deo Sai: রাজনীতিক ছাড়া ছত্তীসগঢ়ের যশপুরের বাসিন্দা বিষ্ণু দেও সাইয়ের আরও একটি পরিচয় রয়েছে। সক্রিয় রাজনীতিতে আসার আগে কৃষিবিদ ছিলেন তিনি। সবমিলিয়ে, রাজ্যে বিষ্ণু দেও সাইয়ের যথেষ্ট প্রভাব রয়েছে। তাই ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী হিসাবে অনেকগুলি নাম উঠে এলেও শেষ পর্যন্ত বিষ্ণু দেও সাইয়ের নামে সিলমোহর দিলেন বিজেপি নেতৃত্ব।

Chhatisgarh CM: ছত্তীসগঢ়ের মসনদে বিষ্ণু দেও সাই, জেনে নিন নতুন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক পথ-চলা
ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী হচ্ছেন বিষ্ণু দেও সাই।

Follow Us

রায়পুর: জল্পনার অবসান। ৩ রাজ্যে জয় পেয়েছে বিজেপি। কিন্তু, এক সপ্তাহ পেরিয়ে গেলেও মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটছে না। হাজারো জল্পনা, আলোচনার পর অবশেষে রবিবার ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী (Chhatisgarh CM) বাছাই সম্পূর্ণ করল বিজেপি নেতৃত্ব। রমণ সিংকে পিছনে ফেলে ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন বিষ্ণু দেও সাই (Vishnu Deo Sai)। জানেন কি কে এই বিষ্ণু দেও সাই? কেন তিনবারের মুখ্যমন্ত্রী রমণ সিংকে পিছনে ফেলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন তিনি? বিষ্ণু দেও সাইয়ের রাজনৈতিক কেরিয়ার দেখে নেওয়া যাক একনজরে…

১) আদিবাসী নেতা হিসাবে পরিচিত বিষ্ণু দেও সাই। এবারে বিধানসভা নির্বাচনে ছত্তীসগঢ়ে একটি বড় ফ্যাক্টর ছিল আদিবাসী ভোট। স্বাভাবিকভাবে আদিবাসীদের আস্থা রাখতে মুখ্যমন্ত্রী হিসাবে আদিবাসী নেতাকেই বেছে নিয়েছেন বিজেপি নেতৃত্ব। কানোয়ার উপজাতি সম্প্রদায়ভুক্ত হলেন বিষ্ণু দেও সাই।

২) আদিবাসী নেতা ছাড়াও ছত্তীসগঢ়ের বিজেপির অন্যতম মুখ হলেন বিষ্ণু দেও সাই। ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ছত্তীসগঢ় বিজেপির সভাপতি ছিলেন তিনি। ফলে রাজ্যে ও আদিবাসী সমাজের মধ্যে বিজেপির প্রভাব বিস্তারে বিশেষ ভূমিকা ছিল তাঁর।

৩) কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন বিষ্ণু দেও সাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মন্ত্রিসভায় স্টিল মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

৪) ১৯৯৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত রায়গড় লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন বিষ্ণু দেও সাই। ২০১৯ সালে তিনি লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছত্তীসগঢ়ের এই নেতা।

৫) ছত্তীসগঢ় পৃথক রাজ্য হওয়ার আগেই রাজনৈতিক কেরিয়ার শুরু করেন বিষ্ণু দেও সাই। ছত্তীসগঢ় যখন মধ্যপ্রদেশের অন্তর্ভুক্ত ছিল, তখন ১৯৯০ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত মধ্যপ্রদেশ বিধানসভার সদস্য ছিলেন তিনি।

৬) এবারের বিধানসভা নির্বাচনে কুনকুরি বিধানসভা কেন্দ্র থেকে বিষ্ণু দেও সাই প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সেখানকার কংগ্রেস বিধায়ক ইউডি মিঞ্জকে পরাজিত করে তিনি জয়ী হন।

রাজনীতিক ছাড়া ছত্তীসগঢ়ের যশপুরের বাসিন্দা বিষ্ণু দেও সাইয়ের আরও একটি পরিচয় রয়েছে। সক্রিয় রাজনীতিতে আসার আগে কৃষিবিদ ছিলেন তিনি। সবমিলিয়ে, রাজ্যে বিষ্ণু দেও সাইয়ের যথেষ্ট প্রভাব রয়েছে। তাই ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী হিসাবে অনেকগুলি নাম উঠে এলেও শেষ পর্যন্ত বিষ্ণু দেও সাইয়ের নামে সিলমোহর দিলেন বিজেপি নেতৃত্ব।

Next Article