Bhupesh Baghel: উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পর্যবেক্ষকের দায়িত্বে ভূপেশ বাঘেল

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 02, 2021 | 8:00 PM

Congress in Uttar Pradesh : উত্তর প্রদেশের ভোটে কংগ্রেসের সিনিয়র অবজ়ার্ভার হিসেবে নিযুক্ত করা হয়েছে ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাগেলকে।

Bhupesh Baghel: উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পর্যবেক্ষকের দায়িত্বে ভূপেশ বাঘেল
ভূপেশ বাঘেলের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)

Follow Us

লখনউ: উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের এখনও মাসখানেক বাকি। কিন্তু ভোটের হাওয়া এখন থেকেই গরম হতে শুরু করে দিয়েছে সে রাজ্যে। আগামী বছর বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশ দখলে রাখা মানে, লোকসভা ভোটের সময় দিল্লি দখলের লড়াইতেও একধাপ এগিয়ে থাকা। আর এই বিষয়টি বিলক্ষণ বুঝতে পারছে কংগ্রেস – বিজেপি সব পক্ষ। প্রতিটি দল নিজের নিজের প্রচারের নীল নকশা তৈরি করছে। আর এরই মধ্যে উত্তর প্রদেশের ভোটে কংগ্রেসের সিনিয়র অবজ়ার্ভার হিসেবে নিযুক্ত করা হয়েছে ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাগেলকে।

ভূপেশ বাগেল আজ টুইটে জানিয়েছেন, “সর্বভারতীয় সভানেত্রী (অন্তর্বর্তীকালীন) সোনিয়া গান্ধী আমাকে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের পর্যবেক্ষক হওয়ার নির্দেশ দিয়েছেন। এটা একটা বড় দায়িত্ব। আমি শীর্ষ নেতৃত্বের প্রত্যাশা পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।”

কংগ্রেসের বর্ষীয়াম নেতা ভূপেশ বাগেল, এর আগে অসমের বিধানসভা নির্বাচনে দলীয় কর্মীদের বুথস্তরের প্রশিক্ষণ শিবিরের দায়িত্ব সামলেছেন। উত্তর প্রদেশের কংগ্রেসের ইনচার্জ প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রার সঙ্গে সে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা করেছেন ভূপেশ বাগেল।

উল্লেখ্য কিছুদিন আগেই ছত্তীসগঢ়ের অভ্যন্তরে কংগ্রেসের দলীয় কোন্দল নিয়ে জল্পনা ছড়িয়েছিল। সেখানকার কংগ্রেস বিধায়করা সম্প্রতি দিল্লি চলে গিয়েছিলেন। কানাঘুষো শোনা যাচ্ছিল, তাঁরা নাকি হাই কমান্ডের কাছে নালিশ জানাতে এসেছিলেন ভূপেশ বাগেলের বিরুদ্ধে। আর এই সব জল্পনার মধ্যেই বাগেলকে আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেসের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল কংগ্রেস হাই কমান্ড।

কানাঘুষো শোনা যাচ্ছে, এবারের উত্তর প্রদেশ নির্বাচনে প্রিয়ঙ্কা গান্ধীকে মুখ্যমন্ত্রীর মুখ করা হতে পারে। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।  কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে দলের মুখ্যমন্ত্রী মুখ করার সপক্ষে সওয়াল করেছেন সলমন খুরশিদ। সম্প্রতি প্রয়াগরাজে নিজের সফর চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সলমন খুরশিদ বলেন “আগামী উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) নেতৃত্বে লড়বে কংগ্রেস। এবার প্রিয়াঙ্কা দলের মুখ্যমন্ত্রী মুখ তিনি হবেন কিনা সেই সিদ্ধান্ত একান্তই তাঁর ব্যক্তিগত”।

প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করার কথা আগের সপ্তাহেই ঘোষণা করেন কংগ্রেসের এই প্রবীণ আইনজীবী নেতা। সেই সময় তিনি, দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রায়বরেলিতে ছিলেন। তখনই সলমন জানিয়েছিলেন ২০২২ সালের বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশে একক ক্ষমতায় লড়বে কংগ্রেস। অন্য কোনও দলের সঙ্গে কোনওরকম জোট (Pre Poll Alliance) বা আসন সমঝোতার পথে হাঁটতে রাজি নয় দলের হাইকম্যান্ড। দেশের সবচেয়ে বড় রাজ্যটির ৪০৩ টি আসনেই প্রার্থী দেবে তারা। এবং নির্বাচনী বৈতরণী পার করতে প্রিয়াঙ্কাই যে ভরসা, সেই বিষয়ে কোনও রাখঢাক করেননি খুরশিদ।

আরও পড়ুন : Priyanka Gandhi: ‘মুখ্যমন্ত্রী পদ প্রার্থী হতে চান কিনা সিদ্ধান্ত প্রিয়াঙ্কাকেই নিতে হবে’, বললেন খুরশিদ

Next Article