রায়পুর: অল্পের জন্য রক্ষা পেলেন ছত্তীসগড়ের কংগ্রেস বিধায়ক বিক্রম মান্ডবী। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে, বিজাপুর জেলার পাদেদা গ্রামের কাছে তার কনভয়ে হামলা চালায় মাওবাদীরা। বিধায়কের কনভয়ে ছিলেন পঞ্চায়েত সদস্য পার্বতী কাশ্যপও। মাওবাদী হামলাকারীরা তার গাড়ি লক্ষ্য করেও গুলি চালায়। তবে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কনভয়ে থাকা সকলেই অক্ষত আছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এই ঘটনার পরই ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের সন্ধানে পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে। জানা গিয়েছে, এদিন ছত্তিশগড়ের বিজাপুরে কংগ্রেস বিধায়কের এক জনসভা ছিল। সেই জনসভা থেকে ফেরার সময়ই তাঁর কনভয়ে এই ভয়ঙ্কর হামলা হয়। পুলিশ বলেছে, “বিজাপুরের বিধায়ক বিক্রম মান্ডবী একটি জনসভায় যোগ দিয়ে ফিরে আসছিলেন। তিনি নিরাপদে বিজাপুর জেলা সদরে পৌঁছেছেন। এলাকায় মাওবাদীদের কর্মকাণ্ড সম্পর্কে তদন্ত করা হচ্ছে।”
ঘটনায় কেউ হতাহত না হলেও, বিধায়কের কনভয়ে থাকা একটি গাড়ির ক্ষতি হয়। এরপর দ্রুত ওই এলাকা থেকে কংগ্রেসের বিজাপুর জেলার সদর দফতরে আসেন বিক্রম মান্ডবী। পরে তিনি বলেন, ‘গাঙ্গালুর গ্রামে একটি জনসভা থেকে ফেরার সময়, আমাদের কনভয়ে আক্রমণ করা হয়েছিল। একটি গাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি চালানো হয়ে। ওই গাড়িটির টায়ার পাংচার হয়ে গিয়েছিল। এরপর, আমরা সকলেই নিরাপদে জেলা সদর দফতরে পৌঁছেছি।”
Chhattisgarh | While returning from a public event in Gangaloor village, our convoy was attacked where shots were fired at one of the vehicles and its tyre got punctured. We all reached district HQs safely: Bijapur MLA Vikram Mandavi on Naxal attack on his convoy pic.twitter.com/gsUgAqesbB
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) April 18, 2023
উল্লেখ্য, আধাসেনা ও পুলিশের একের পর এক অভিযানে বর্তমানে ছত্তিশগড়ে কোনঠাসা অবস্থায় রয়েছে মাওবাদীরা। বহু মাও অধ্যুষিত এলাকাতেই আইনের শাসন প্রতিষ্ঠা করা গিয়েছে। চাপের মুখে গত কয়েক বছর ধরে প্রায়শই বিধায়ক, সাংসদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিশানা করছে মাওবাদীরা। ২০১৯ সালের এপ্রিলে দান্তেওয়াড়া এলাকায় মাওবাদীরা বিজেপি বিধায়ক ভীমা মান্ডবীর কনভয়ে অতর্কিতে হামলা চালিয়েছিল মাওবাদীরা। ওই ঘটনায় মৃত্যু হয় বিজেপি বিধায়কের। সেই সময় চলছিল লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। ঘটনার দুদিন পরই মাও-অধ্যুষিত বস্তার জেলায় ছিল ভোটগ্রহণ। মাওবাদীরা স্থানীয় বাসিন্দাদের ভোটদান না করার জন্য হুমকি দিয়েছিল। তারপরও ওই এলাকায় প্রচার করতে পিছপা হননি বিজেপি বিধায়ক। যার জেরে মাও হিংসার বলি হতে হয় তাঁকে।