ED Arrest: বিপুল আর্থিক তছরুপের অভিযোগ, গ্রেফতার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে

Money Laundering Case: জানা গিয়েছে, আবগারি দুর্নীতিতে আর্থিক তছরুপ মামলায় চৈতন্যকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

ED Arrest: বিপুল আর্থিক তছরুপের অভিযোগ, গ্রেফতার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে
গ্রেফতার চৈতন্য বাঘেল।Image Credit source: X

|

Jul 18, 2025 | 1:39 PM

রায়পুর: গ্রেফতার ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেল। জানা গিয়েছে, আবগারি দুর্নীতিতে আর্থিক তছরুপ মামলায় চৈতন্যকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সকালেই ইডি তাঁর বাড়িতে তল্লাশি চালায়।

শুক্রবার সকালে ছত্তীসগঢ়ে দুর্গ জেলার ভিলাইতে ভূপেশ বাঘেলের বাড়িতে হানা দেয় ইডি। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের অধীনে নতুন প্রমাণ হাতে আসতেই ইডি হানা দেয়। এই বাড়িতেই থাকেন চৈতন্য বাঘেলও। ঘণ্টাখানেক তল্লাশি চালানোর পর চৈতন্যকে গ্রেফতার করা হয়।

ইডির অভিযোগ, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্য়ে কংগ্রেস জমানায় ছত্তীসগঢ়ের আবগারি দুর্নীতি হয়েছিল। এতে বিপুল ক্ষতি হয়েছে রাজ্যের। প্রায় ২১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির অংশীদার ছিলেন চৈতন্য। তিনি এই দুর্নীতি থেকে লাভবান হয়েছেন। এই মামলায় গত জানুয়ারি মাসে গ্রেফতার করা হয় প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা কাওয়াসি লাখমাকে। এছাড়া রায়পুরের মেয়রের দাদা আনওয়ার ধেবার, কংগ্রেস নেতা আইজাজ় ধেবার, প্রাক্তন আইএএস অফিসার অনিল টুটেজা সহ একাধিক ব্যক্তিকে। এখনও পর্যন্ত ২০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। আজ তাঁর ছেলে চৈতনের জন্মদিন। তাঁর জন্মদিনেই গ্রেফতার হওয়ায়, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে বলেন, “মোদী ও শাহ যে জন্মদিনের উপহার দিয়েছেন, তা বিশ্বের কোনও গণতন্ত্রে কেউ দিতে পারবে না। আজ আমার জন্মদিনে দুই সম্মানীয় নেতা আমার পরামর্শদাতা ও অফিসার অন স্পেশাল ডিউটির বাড়িতে ইডি পাঠিয়েছিলেন। আর আজ আমার ছেলে চৈতন্যের জন্মদিনে ইডি আমার বাড়িতে তল্লাশি অভিযান চালাল। ধন্যবাদ এই উপহারের জন্য। আমি সারাজীবন মনে রাখব।”

প্রসঙ্গত, গত মার্চ মাসেও চৈতন্য বাঘেলের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি।