Dawood Ibrahim: কেমন আছেন দাউদ? জানালেন ছোটা শাকিল

Chhota Shakeel: বিষ খাইয়ে দাউদ ইব্রাহিমকে হত্যার ষড়যন্ত্র থেকে দাউদের মৃত্যু হয়েছে বলে জোর জল্পনা শুরু হয়েছিল। সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন সংবাদমাধ্যমেও এরকম খবর ছড়িয়ে পড়েছিল। অবশেষে সব জল্পনায় জল ঢাললেন দাউদ-ঘনিষ্ঠ ছোটা শাকিল। দাউদের শারীরিক অবস্থার খবর জানালেন তিনি।

| Edited By: Sukla Bhattacharjee

Dec 19, 2023 | 9:44 AM

নয়া দিল্লি: জল্পনার অবসান! বিষ খাইয়ে দাউদ ইব্রাহিমকে হত্যার ষড়যন্ত্র থেকে দাউদের মৃত্যু হয়েছে বলে জোর জল্পনা শুরু হয়েছিল। সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন সংবাদমাধ্যমেও এরকম খবর ছড়িয়ে পড়েছিল। অবশেষে সব জল্পনায় জল ঢাললেন দাউদ-ঘনিষ্ঠ ছোটা শাকিল। ইন্টারনেট দুনিয়ায় দাউদকে নিয়ে যে খবর রটেছে, সেগুলি ভিত্তিহীন বলে দাবি জানালেন তিনি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডনের মৃত্যুর খবর একেবারে উড়িয়ে দেন ছোটা শাকিল। তিনি বলেন, “ভাইয়ের (দাউদ ইব্রাহিম) মৃত্যুর খবর ভিত্তিহীন। তিনি ১ হাজার শতাংশ ফিট রয়েছেন।” বিষ খাইয়ে দাউদকে হত্যার চেষ্টা করা হয়েছে, তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বলে যে খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, সেগুলিও খারিজ করে দেন ছোটা শাকিল। তাঁর দাবি, “এগুলি কেবল গুজব। দুষ্টু অভিসন্ধিতে সময়ে-সময়ে এরকম গুজব ছড়ানো হয়।”

অন্যদিকে, পাক গোয়েন্দা সংস্থা, ISI পর্যন্ত দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর খারিজ করে দিয়েছে বলে সূত্রের খবর। ISI সূত্রে জানা গিয়েছে, দাউদ ২৪ ঘণ্টার নিরাপত্তায় রয়েছেন। তাঁর বিশ্বস্ত লোকজনই তাঁর কাছে যেতে পারেন। ISI-এর তরফেও নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। বিশেষ সূত্রের খবর, ISI দাউদকে জিহাদি সন্ত্রাসবাদের অস্ত্র হিসাবে ব্যবহার করে। তাই দাউদের নিরাপত্তা ভেদ করা কঠিন। আমেরিকার নজরে রয়েছেন দাউদ, তাই তাঁর বিশেষ খেয়াল রাখে ISI।

প্রসঙ্গত, দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠরা তাঁকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছে এবং আশঙ্কাজনক অবস্থায় তিনি করাচির হাসপাতালে ভর্তি বলে রবিবার রাত থেকে খবর ছড়ায়। তারপর দাউদের মৃত্যু হয়েছে এবং তাঁর আত্মীয় জাভেদ মিয়াদাদ হাউস অ্যারেস্ট বলেও খবর রটে। এর উপর করাচি, ইসলামাবাদ-সহ পাকিস্তানের বড়-বড় কয়েকটি শহরে সোশ্যাল মিডিয়ার পরিষেবায় বিঘ্ন ঘটলে দাউদের মৃত্যু-জল্পনা আরও জোরদার হয়।

নয়া দিল্লি: জল্পনার অবসান! বিষ খাইয়ে দাউদ ইব্রাহিমকে হত্যার ষড়যন্ত্র থেকে দাউদের মৃত্যু হয়েছে বলে জোর জল্পনা শুরু হয়েছিল। সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন সংবাদমাধ্যমেও এরকম খবর ছড়িয়ে পড়েছিল। অবশেষে সব জল্পনায় জল ঢাললেন দাউদ-ঘনিষ্ঠ ছোটা শাকিল। ইন্টারনেট দুনিয়ায় দাউদকে নিয়ে যে খবর রটেছে, সেগুলি ভিত্তিহীন বলে দাবি জানালেন তিনি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডনের মৃত্যুর খবর একেবারে উড়িয়ে দেন ছোটা শাকিল। তিনি বলেন, “ভাইয়ের (দাউদ ইব্রাহিম) মৃত্যুর খবর ভিত্তিহীন। তিনি ১ হাজার শতাংশ ফিট রয়েছেন।” বিষ খাইয়ে দাউদকে হত্যার চেষ্টা করা হয়েছে, তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বলে যে খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, সেগুলিও খারিজ করে দেন ছোটা শাকিল। তাঁর দাবি, “এগুলি কেবল গুজব। দুষ্টু অভিসন্ধিতে সময়ে-সময়ে এরকম গুজব ছড়ানো হয়।”

অন্যদিকে, পাক গোয়েন্দা সংস্থা, ISI পর্যন্ত দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর খারিজ করে দিয়েছে বলে সূত্রের খবর। ISI সূত্রে জানা গিয়েছে, দাউদ ২৪ ঘণ্টার নিরাপত্তায় রয়েছেন। তাঁর বিশ্বস্ত লোকজনই তাঁর কাছে যেতে পারেন। ISI-এর তরফেও নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। বিশেষ সূত্রের খবর, ISI দাউদকে জিহাদি সন্ত্রাসবাদের অস্ত্র হিসাবে ব্যবহার করে। তাই দাউদের নিরাপত্তা ভেদ করা কঠিন। আমেরিকার নজরে রয়েছেন দাউদ, তাই তাঁর বিশেষ খেয়াল রাখে ISI।

প্রসঙ্গত, দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠরা তাঁকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছে এবং আশঙ্কাজনক অবস্থায় তিনি করাচির হাসপাতালে ভর্তি বলে রবিবার রাত থেকে খবর ছড়ায়। তারপর দাউদের মৃত্যু হয়েছে এবং তাঁর আত্মীয় জাভেদ মিয়াদাদ হাউস অ্যারেস্ট বলেও খবর রটে। এর উপর করাচি, ইসলামাবাদ-সহ পাকিস্তানের বড়-বড় কয়েকটি শহরে সোশ্যাল মিডিয়ার পরিষেবায় বিঘ্ন ঘটলে দাউদের মৃত্যু-জল্পনা আরও জোরদার হয়।