Hemkund Sahib Yatra: হেমকুন্দ সাহিব যাত্রায় শিশু ও বয়স্কদের প্রতি নিষেধাজ্ঞা জারি প্রশাসনের, কেন?

Hemkund Sahib: হেমকুন্দ সাহিব-এর আক্ষরিক অর্থ হল, তুষারের লেক এবং এটি বিশ্বের মধ্যে সর্বোচ্চ গুরুদ্বার। সমুদ্রতল থেকে ৪৬৩৩ মিটার উঁচুতে অবস্থিত এটি।

Hemkund Sahib Yatra: হেমকুন্দ সাহিব যাত্রায় শিশু ও বয়স্কদের প্রতি নিষেধাজ্ঞা জারি প্রশাসনের, কেন?
হেমকুন্দ সাহিব।

| Edited By: Sukla Bhattacharjee

May 15, 2023 | 11:57 PM

চামোলি: উত্তরাখণ্ডের (UTTARAKHAND) চামোলি জেলার অন্যতম পবিত্র তীর্থস্থান হল হেমকুন্দ সাহিব (Hemkund Sahib) গুরদ্বার। প্রতি বছরই এই গুরদ্বার দর্শনে যান হাজার হাজার মানুষ। এ বছর আগামী ২০ মে থেকে হেমকুন্দ সাহিব যাত্রা শুরু হচ্ছে। কিন্তু যাত্রা সুর প্রাক্কালে তীব্র তুষারপাত (Heavy Snow) শুরু হয়েছে এলাকায়। তাই ঝুঁকি এড়াতে এবছর হেমকুন্দ সাহিব যাত্রায় শিশু এবং বয়স্কদের উপর নিষেধাজ্ঞা জারি করল উত্তরাখন্ড সরকার। সোমবার জেলা (Chamoli district) প্রশাসনের তরফ থেকে অফিশিয়ালি নোটিশ দিয়ে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।

হেমকুন্দ সাহিব গুরুদ্বার যাত্রায় এবছর শিশু এবং বয়স্কদের প্রতি নিষেধাজ্ঞা জারি করে এক নোটিশ দিয়েছে চামোলি জেলা প্রশাসন। সেই নোটিশে হেমকুন্দ সাহিব এলাকার বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে বলা হয়েছে, “হেমকুন্দ সাহিবে ৭ থেকে ৮ ফুট তুষার জমে রয়েছে। তার ফলে শিশু এবং ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্কদের হেমকুন্দ সাহিব যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হলো। আগামী ২০ মে হেমকুন্দ সাহিবের দ্বার খুলছে।”

হেমকুন্দ সাহিব গুরুদ্বার যাত্রার ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট নরেন্দ্রজিৎ সিং বিন্দ্রা বলেন, চামোলি জেলা প্রশাসনের নির্দেশ মেনে এ বছর হেমকুন্দ সাহিবে তীর্থযাত্রীদের সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক অসুস্থ, শিশু এবং বয়স্কদের এ বছর হেমকুন্দ সাহিব যাত্রা অনুমতি দেওয়া হবে না।

প্রসঙ্গত, হেমকুন্দ সাহিব যাত্রা শুরুর আগে ১৪ মে রবিবার সকালেই এলাকা পরিদর্শনে যান চামোলি কালেক্টর হিমাংশু খুরানা। তিনি গোবিন্দ ঘাট গুরুদ্বার থেকে হেমকুন্দ সাহিব পর্যন্ত হেঁটে পরিদর্শন করেন। এই এলাকার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। বিশেষত বিদ্যুৎ, জল, স্বাস্থ্য পরিষেবার বন্দোবস্ত করার পাশাপাশি বাথরুম এবং পরিচ্ছন্নতার উপর জোর দিয়েছেন তিনি। এছাড়া তীর্থযাত্রীদের যাত্রাপথে যাতে কোনও অসুবিধা না হয় সেজন্য আকাশপথে হেলিকপ্টারে এলাকা পরিদর্শন করেন চামোলির জেলাশাসক। রাস্তা সেতু, সহ বৃষ্টির জন্য আশ্রয়স্থল ঘুরে দেখেন তিনি।

প্রসঙ্গত, হেমকুন্দ সাহিব-এর আক্ষরিক অর্থ হল, তুষারের লেক এবং এটি বিশ্বের মধ্যে সর্বোচ্চ গুরুদ্বার। সমুদ্রতল থেকে ৪৬৩৩ মিটার উঁচুতে অবস্থিত এটি। বর্তমানে লক্ষণ মন্দির সহ পুরো এলাকা ৭-৮ ফুট পুরু তুষার চাদরে আবৃত।