চণ্ডীগড়: ফের ভারত-পাক সীমান্ত থেকে উদ্ধার বিদেশি ড্রোন। তবে এবার ভারতের আকাশে নয়, ভারত-পাক সীমান্তবর্তী পাঞ্জাবের ফাজিলকা জেলায় একটি ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয়েছে চিনা ড্রোন। সোমবার বিএসএফ এবং পঞ্জাব পুলিশের যৌথ অভিযানে ড্রোনটি উদ্ধার হয়েছে। যদিও ড্রোনটি থেকে কিছু উদ্ধার হয়নি। তবে গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয় বেনামি ড্রোন উদ্ধার করল নিরাপত্তারক্ষীরা। যা ক্রমশ প্রশাসনের উদ্বেগ বাড়াচ্ছে।
বিএসএফ সূত্রে খবর, এদিন সকাল সাড়ে নটা নাগাদ পঞ্জাবের ফাজিলকা জেলার নতুন হাস্তা কালাম গ্রামের একটি ফাঁকা মাঠে দেখতে পাওয়া যায় একটি ড্রোন। গোপন সূত্রে খবর পেয়ে পঞ্জাব পুলিশ এবং বিএসএফ যৌথভাবে সেখানে অভিযান চালায় এবং সেটি উদ্ধার করে। এটির ভিতর থেকে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু উদ্ধারের খবর মেলেনি।
বিএসএফ-এর এক অধিকারিক জানান, ফাজিলিকার নিউ হাস্তা কলাণ গ্রামের একটি ফাঁকা এলাকা থেকে ড্রোনটি উদ্ধার করা হয়। এটি DJI ম্যাট্রিক ৩০০ কোয়াড কপ্টার। এটির ভিতরে মাদক বা আগ্নেয়াস্ত্র ছিল কিনা তা তিনি স্পষ্ট করেননি। তবে ড্রোনটি কোথা থেকে সীমান্তবর্তী এই গ্রামে এল, এর পিছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পঞ্জাব পুলিশ।
প্রসঙ্গত, রবিবারই পঞ্জাবের গুরুদাসপুর জেলার ঘানিয়াকে গ্রাম থেকে মাদক সহ একটি কোয়াড কপ্টার উদ্ধার করে বিএসএফ। ওই কপ্টার থেকে ২ কেজি ৭৩০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। তার আগে শনিবার গুরুদাসপুরের ভারত-পাক সীমান্তে সীমান্তে বিএসএফ জওয়ানদের সঙ্গে পাক মাদক পাচারকারীদের সংঘর্ষ হয় এবং ২০ প্যাকেট হেরোইন সহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।