G-20 Presidency: আমেরিকাই কেন প্রথম সুযোগ পাবে আবার? জি-২০ সভাপতিত্ব নিয়ে চিনের গোসা

US-China Rift: এ দিনের সভায় ২০২৬ সালে আমেরিকার সভাপতিত্ব গ্রহণ নিয়ে আপত্তি তোলে চিন। রাশিয়াও সেই দাবিতে সমর্থন জানায়। তবে এই বিষয়ে সরকারিভাবে কোনও আধিকারিকই মন্তব্য করতে চাননি। 

G-20 Presidency: আমেরিকাই কেন প্রথম সুযোগ পাবে আবার? জি-২০ সভাপতিত্ব নিয়ে চিনের গোসা
জি-২০-র সম্মেলনে আলোচনায় ব্যস্ত রাষ্ট্রপ্রধানরা।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 09, 2023 | 7:06 PM

নয়া দিল্লি: ভারতে বসেছে জি-২০’র আসর। আন্তর্জাতিক এই সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত (India)। এই সম্মেলন শেষের সঙ্গে সঙ্গেই ভারতের হাত থেকে সভাপতিত্ব গ্রহণ করবে ব্রাজিল (Brazil)। তবে জি-২০ সম্মেলনের (G-20 Summit) শুরুতেই বাধল বিরোধ। আমেরিকার সভাপতিত্ব নিয়ে আপত্তি তুলল চিন (china)। আগামী ২০২৬ সালে জি-২০-র সভাপতিত্ব গ্রহণ করার কথা আমেরিকার (USA)। তা নিয়েই গোসা চিনের।

জি-২০ সম্মেলন শুরুর আগেই বাইডেন প্রশাসনের তরফে জানানো হয়, ২০২৬ সালে জি-২০-র সভাপতিত্ব গ্রহণ করবে আমেরিকা। জি-২০ সদস্যগুলি প্রতি বছর পালা করে সভাপতিত্ব গ্রহণ করে। ভারতের পর ২০২৪ সালে জি-২০ সভাপতিত্ব গ্রহণ করবে ব্রাজিল। তারপর ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকা সভাপতিত্ব গ্রহণ করবে। এতে জি-২০ সভাপতিত্বের ‘সার্কেল’ পূর্ণ হবে, অর্থাৎ জি-২০ প্রতিটি সদস্য় দেশই একবার করে সভাপতিত্বের দায়িত্ব পালন করবে। নতুন করে আবার জি-২০ সম্মেলন শুরু হওয়ার কথা আমেরিকার হাত ধরে। আর এতেই আপত্তি চিনের।

জানা গিয়েছে, এ দিনের সভায় ২০২৬ সালে আমেরিকার সভাপতিত্ব গ্রহণ নিয়ে আপত্তি তোলে চিন। রাশিয়াও সেই দাবিতে সমর্থন জানায়। তবে এই বিষয়ে সরকারিভাবে কেউ মন্তব্য করতে চাননি।

যদিও চিনের এই আপত্তি ধোপে টিকবে না বলেই মনে করা হচ্ছে। ২০২৫ সালের শেষে জি-২০-র সমস্ত সদস্য় দেশ বৈঠকে বসবে এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে যে কোন দেশ নতুন করে জি-২০-র সভাপতিত্ব গ্রহণ করবে।

প্রসঙ্গত, ২০০৮ সালে প্রথমবার জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করেছিল আমেরিকা।