WITT 2025: বিহারের ভোট নিয়ে ‘আত্মবিশ্বাসী’ চিরাগ, জানিয়ে দিলেন, জোটের লক্ষ্যমাত্রা
WITT 2025: শনিবার সম্মেলনের দ্বিতীয় দিনে যোগ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। সামনেই বিহারে নির্বাচন। আর তার আগেই জোট নিয়ে 'কনফিডেন্ট' চিরাগ। এদিন তাঁকে প্রশ্ন করা হয়, চিরাগ নিজেকে কখনও বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে দেখেন কিনা? তার উত্তরেই চিরাগের মুখে উঠে আসে তাঁর বাবার কথা।

নয়াদিল্লি: তাঁর বাবা গত হয়ে কেটে গিয়েছে পাঁচ বছর। কিন্তু ছেলে চিরাগের কাছে এখনও ঝকঝকে ছবির মতো স্পষ্ট রামবিলাস পাসওয়ান। এমনকি, TV9 নেটওয়ার্ক আয়োজিত ‘What India Thinks Today’ শীর্ষ সম্মেলনে নিজের বাবার রাজনীতির কথা তুলে ধরতে ভুললেন না তিনি।
শনিবার সম্মেলনের দ্বিতীয় দিনে যোগ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। সামনেই বিহারে নির্বাচন। আর তার আগেই জোট নিয়ে ‘কনফিডেন্ট’ চিরাগ। এদিন তাঁকে প্রশ্ন করা হয়, চিরাগ নিজেকে কখনও বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে দেখেন কিনা? তার উত্তরেই চিরাগের মুখে উঠে আসে তাঁর বাবার কথা।
চিরাগ বলেন, ‘আমি এমন একটা পরিবার, এমন একজন বাবা পেয়েছি, যারা চিরকাল ক্ষমতায় থেকেছে। আমি সর্বদা নিজের বাবাকে নানা উচ্চ পদে বসতে দেখেছি। তাই এই পদ পাওয়াটা আমাদের বা আমার কখনওই স্বপ্নের মধ্যে পড়ে না। আমার স্বপ্নটা একটু অন্যরকম।’
তাঁর সংযোজন, ‘আমি এই প্রশাসনের অংশ হয়ে, বিহারকে সামনে এগিয়ে নিয়ে আসতে চাই। আমার বাবার নিজের জীবনের দৃষ্টিভঙ্গি নিয়ে খুব পরিষ্কার ছিল। তা আমিও রয়েছে। সে কেন্দ্রের রাজনীতিতে থাকতে চেয়েছিল। আমি বিহারের। বিহারের ক্ষয়ে যাওয়া ভাবমূর্তিকে আমাকে ফিরিয়ে আনতে হবে।’
এরপরই বিহারে বিজেপি ও নীতীশের দলের সঙ্গে তাদের জোট নিয়ে চিরাগ বলেন, ‘আমি খুব আশাবাদী। আমার ধারণা গত নির্বাচনের মতোই এবারের নির্বাচনে জোট ভাল ফল করবে। সম্প্রতি উপনির্বাচন হয়েছে। সবগুলোতেই NDA প্রার্থী জয়ী হয়েছে। আশা রাখছি, আসন্ন নির্বাচনে আমাদের জোট ২২৫টির বেশি আসনে জয়ী হবে।’





