সুরাট: এ দেশেই এমন অনেক জায়গার নাম রয়েছে, যা শুনলে হাসি থামতে চায় না। এলাকাবাসীরা বেজায় অস্বস্তি পড়েন নিজের এলাকার নাম বলতে। গুজরাতের সুরাট জেলার মান্ডবী তালুকে রয়েছে এ রকমই এক গ্রাম। যে নাম নিয়ে বেজায় অস্বস্তি রয়েছে গ্রামবাসীদের মধ্য়ে। নাম উচ্চারণ করতে গিয়েই লজ্জায় পড়ে যান কেউ কেউ। ভরা হাটে অস্বস্তিও এড়াতে পারেন না অনেকই। সেই গ্রামের নাম পরিবর্তন করার জন্য়ই সম্প্রতি গুজরাত সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।
জানা গিয়েছে, গুজরাতের সুরাট জেলার মান্ডবী তালুকের ওই গ্রামের নাম ‘চুড়েল’। এই নাম বদলানোর জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন গ্রামবাসীরা। সেখানকার সাংসদ প্রভু বিশ্ব জেলা পঞ্চায়েতে নাম বদলানোর জন্য আবেদন জানিয়েছিলেন। এমনকি সংসদেও বিষয়টি তুলেছিলেন। কিন্তু বিষয়টি গুজরাত সরকারের হাতেই পড়েছিল। এর পর নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে ফের উদ্যোগী হয় স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে জেলাস্তরে একটি বৈঠক করা হয়। সেখানেই জেলা প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, চুড়েল গ্রাম পঞ্চায়েতের নাম পরিবর্তন করে চন্দনপুর রাখা হবে।
ভারতে অধিকাংশ এলাকাতেই রয়েছে গ্রাম। জানা গিয়েছে, গুজরাতে ১৮ হাজারেরও বেশি গ্রাম রয়েছে। সে রাজ্যের জনসংখ্যার ৫৭ শতাংশই বাস করেন গ্রামাঞ্চলে। সেখানকার প্রচুর গ্রামের বিদঘুটে নাম রয়েছে। সিঙ্গাপুর, শ্রীনগর, রামায়ন, মহাভারত, বিন্দি, আলু- এই নামেরও গ্রাম রয়েছে। গুজরাতে বেশ কয়েকটি গ্রাম রয়েছে যেগুলির নাম একই। সেখানকার ৫৫টি গ্রামের নাম নবগ্রাম। রামপুরা গ্রাম রয়েছে ৩৯টি। ৩৫টি গ্রামের নাম কোটাডা।