Price Hike: ১ ফেব্রুয়ারি থেকে একটা সিগারেটের দাম হচ্ছে ৭২ টাকা, আর কী কী নেশার জিনিসের দাম বাড়ছে জানেন?

Cigarette, Tobacco to Get Costlier: এতদিন সিন গুডস অর্থাৎ সিগারেট, তামাকজাত পণ্যে যে কমপেনসেশন সেস বসত, তা প্রত্যাহার করে নেওয়া হবে। যা জিএসটি রয়েছে, তার উপরে অতিরিক্ত এই শুল্ক চাপবে। ১ ফেব্রুয়ারি থেকে পান মশলা, সিগারেট, তামাকজাত পণ্যের উপরে ৪০ শতাংশ জিএসটি বসবে।

Price Hike: ১ ফেব্রুয়ারি থেকে একটা সিগারেটের দাম হচ্ছে ৭২ টাকা, আর কী কী নেশার জিনিসের দাম বাড়ছে জানেন?
প্রতীকী চিত্র।Image Credit source: Canva

|

Jan 01, 2026 | 10:05 AM

নয়া দিল্লি: নতুন বছর থেকে বাড়তে চলেছে খরচ। দাম বাড়তে চলেছে পান, বিড়ি, সিগারেটের। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হল, আগামী ১ ফেব্রুয়ারি থেকে তামাকজাত পণ্যের দাম বাড়তে চলেছে। নতুন সেস বসবে পান মশলাতেও।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এতদিন সিন গুডস অর্থাৎ সিগারেট, তামাকজাত পণ্যে যে কমপেনসেশন সেস বসত, তা প্রত্যাহার করে নেওয়া হবে। যা জিএসটি রয়েছে, তার উপরে অতিরিক্ত এই শুল্ক চাপবে। ১ ফেব্রুয়ারি থেকে পান মশলা, সিগারেট, তামাকজাত পণ্যের উপরে ৪০ শতাংশ জিএসটি বসবে। বিড়িতে বসবে ১৮ শতাংশ জিএসটি।

পান মশলার উপরে আবার বসবে স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা সেস। তামাক ও তামাকজাত পণ্যের উপরে অতিরিক্ত আবগারি শুল্ক বসানো হবে। অর্থ মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, জর্দা মেশানো তামাক, গুটখা প্যাকিংয়ের যে মেশিন আছে, তার উপরও শুল্ক বসবে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ডিসেম্বর মাসেই লোকসভা ও রাজ্যসভায় নতুন দুটি বিল পাশ করা হয়। ১ ফেব্রুয়ারি থেকে কমপেনসেশন সেস উঠে যাবে। তার জায়গাতেই নতুন শুল্ক বসবে। প্রতি এক হাজার সিগারেট স্টিকে আবগারি শুল্ক আগে যেখানে ২০০ থেকে ৭৩৫ টাকা ছিল, তা একধাক্কায় বেড়ে ২৭০০ থেকে ১১ হাজার টাকা হতে চলেছে। চিবানো তামাকের উপরেও শুল্ক ২৫ শতাংশ থেকে বেড়ে ১০০ শতাংশ হবে। হুক্কার তামাকে বসবে ৪০ শতাংশ শুল্ক। স্মোকিং মিক্সচারে পাঁচ গুণ শুল্ক বেড়ে ৬০ শতাংশ থেকে তা ৩০০ শতাংশে পৌঁছবে।

এর ফলে একধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে সিগারেট, বিড়ি, পান মশলার দাম। ৭০ টাকার সিগারেটের প্যাকেট ১০০ টাকার কাছাকাছি পৌঁছবে। ১০ টাকার পানমশলার দামও ১৪-১৫ টাকা হতে পারে। যে সিগারেটের প্রতি পিসের দাম ১৮ টাকা, তা এবার ৭২ টাকা হতে পারে এক ধাক্কায়।