Cinema Hall: ‘সিনেমা হল জিম নয়’, খাবার নিয়ে প্রবেশে আবেদনের প্রেক্ষিতে মন্তব্য সুপ্রিম কোর্টের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jan 03, 2023 | 7:55 PM

দর্শক কোন ধরনের সিনেমা হলে যাবেন, সেটা ঠিক করা তাঁদের অধিকার এবং সিনেমা হল কর্তৃপক্ষ তাদের নিয়ম জারি করতে পারে।

Cinema Hall: সিনেমা হল জিম নয়, খাবার নিয়ে প্রবেশে আবেদনের প্রেক্ষিতে মন্তব্য সুপ্রিম কোর্টের
প্রতীকি ছবি।

Follow Us

নয়া দিল্লি: ‘সিনেমা হল জিম নয়’। সিনেমা হলে খাবার নিয়ে প্রবেশে অনুমতি দেওয়া প্রসঙ্গে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, সিনেমা হলে খাবার নিয়ে প্রবেশের ক্ষেত্রে অনুমতি দেওয়ায় জম্মু-কাশ্মীর হাইকোর্টকে ভৎর্সনাও করেছে শীর্ষ আদালত। খাবার নিয়ে প্রবেশের বিষয়টি সিনেমা হলের মালিকের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি.এস নরসিনহার ডিভিশন বেঞ্চ।

আদালত সূত্রে জানা গিয়েছে, সিনেমা হল বা মাল্টিপ্লেক্সে খাবার নিয়ে প্রবেশ করায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল জম্মু-কাশ্মীর হাইকোর্ট। এরপর জম্মু-কাশ্মীর হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন পড়ে। সেই মামলার শুনানিতেই এদিন জম্মু-কাশ্মীর হাইকোর্টকে কার্যত ভৎর্সনা করল শীর্ষ আদালত।

খাবার নিয়ে সিনেমা হল বা মাল্টিপ্লেক্সে প্রবেশ প্রসঙ্গে এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি.এস নরসিনহার ডিভিশন বেঞ্চ ভর্ৎসনার সুরে জানায়, “সিনেমা হল জিম নয়, যে সেখানে স্বাস্থ্যকর খাবার নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। এটা একটা বিনোদনের জায়গা। সিনেমা হল ব্যক্তিগত সম্পত্তি। সুতরাং এই বিষয়টি মালিক সিদ্ধান্ত নেবে।” একইসঙ্গে জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রতি বিচারপতি দ্বয়ের প্রশ্ন, “অস্ত্র নিয়ে সিনেমা হলে যাওয়ার অনুমতি নেই অথবা সেখানে জাতি বা লিঙ্গভেদও নেই, এটা খুব ভাল। কিন্তু, হাইকোর্ট কী ভাবে খাবার নিয়ে সিনেমা হলে প্রবেশের কথা বলতে পারে?”

সিনেমা হলে সরাসরি বিশেষত শিশুদের জন্য বিনামূল্য জল এবং খাদ্য বিতরণের ব্যাপারে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, সেটা অতিরিক্ত বলেও পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। এপ্রসঙ্গে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, দর্শক কোন ধরনের সিনেমা হলে যাবেন, সেটা ঠিক করা তাঁদের অধিকার এবং সিনেমা হল কর্তৃপক্ষ তাদের নিয়ম জারি করতে পারে। এপ্রসঙ্গে প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় আরও বলেন, “যদি কেউ খাবার নিয়ে সিনেমা হলে প্রবেশ করে এবং সিট নোংরা করে, তাহলে সেটা পরিষ্কার করার জন্য কে টাকা দেবে?”

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৮ জুলাই সিনেমা হলে বাইরের খাবার এবং পানীয় নিয়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়। যার ফলে সিনেমা হলের ভিতর যা বিক্রি হত, সেটা খেতেই বাধ্য থাকতেন দর্শকেরা।

Next Article