Bangla NewsIndia CISF Major Welfare Initiatives to Benefits 1.6 Lakh Force Members
CISF Welfare Initiative: মিলবে অল্প সুদে ঋণ, স্কলারশিপ! আধাসেনা জওয়ানদের জন্য চলে এল ‘দীপাবলির উপহার’
CISF Welfare Initiative: তাতে তারা জানিয়েছে, এই পোর্টালের মাধ্য়মে খুব সহজেই অল্প সুদে ঋণ নিতে পারবে জওয়ানদের পরিবার। পাশাপাশি পড়ুয়াদের জন্য থাকবে একাধিক স্কলারশিপের ব্যবস্থাও। থাকবে স্বাস্থ্য বিমা ও মেডিক্লেইমের মতো সুবিধাও।
নয়াদিল্লি: জওয়ান ও তাদের পরিবারের জন্য নতুন পোর্টাল খুলে ফেলল CISF বা কেন্দ্রীয় বাহিনী। শুরু হল নতুন প্রকল্পও। জানা গিয়েছে, চলতি মাসের পয়লা তারিখ থেকেই এই নতুন প্রকল্পের জন্য পোর্টাল চালু করেছে আধাসেনা। যার মাধ্য়মে মোট ১০০ কোটি টাকা পর্যন্ত উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করবে কেন্দ্রীয় সরকার।
কিন্তু ঠিক কী ধরণের প্রকল্প? ইতিমধ্যেই এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে CISF বাহিনীর তরফে। তাতে তারা জানিয়েছে, এই পোর্টালের মাধ্য়মে খুব সহজেই অল্প সুদে ঋণ নিতে পারবে জওয়ানদের পরিবার। পাশাপাশি পড়ুয়াদের জন্য থাকবে একাধিক স্কলারশিপের ব্যবস্থাও। থাকবে স্বাস্থ্য বিমা ও মেডিক্লেইমের মতো সুবিধাও।
কী কী সুবিধা পাবেন জওয়ানরা?
৫ লক্ষ টাকা পর্যন্ত মিলবে ব্যক্তিগত ঋণ।
সুদের হার কমিয়ে ৬ শতাংশ থেকে করা হল ৩ শতাংশ।
সেই ঋণ ফেরত দেওয়য়া জন্য সময় দেওয়া হবে ৫ বছর। যা আগে ৩ বছর দেওয়া হত।
চিকিৎসা খরচেও দেওয়া হবে ছাড়।
যে সকল CISF জওয়ানের সন্তানরা ৮০ শতাংশ বা তার অধিক নম্বর পাবেন, তাদের প্রদান করা হবে ডিজি স্কলারশিপ। শহিদ জওয়ানদের সন্তানদের জন্য বাড়ানো হয়েছে স্কলারশিপের টাকার পরিমাণ।
এছাড়াও, এই উন্নয়ন প্রকল্পের জন্য ১০০ কোটি টাকার তহবিল তৈরি করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তরফে।
রিস্ক-সেভিংসে আগে যেখানে ৭৫ থেকে ৮০ হাজার টাকা পেতেন অবসরপ্রাপ্ত জওয়ানরা। সেখানে এবার থেকে মিলবে ১ লক্ষ ২৫ হাজার টাকার অধিক।
এছাড়াও নতুন উদ্যোগে বাড়ানো হয়েছে ভাতার পরিমাণও। এবার থেকে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের প্যারেডে যোগ দিয়ে ৫০ টাকা করে ভাতা পাবেন আধাসেনা জওয়ানরা। এছাড়াও, ওই দিনগুলির জন্য খাদ্য ভাতা ৬০ টাকা থেকে বাড়ি ১০০ টাকা করা হয়েছে